কলকাতা 

নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের নজরে শিক্ষা দফতরের ৮ আধিকারিক

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে শিক্ষা দফতরের বেশ কয়েকজন আধিকারিক জড়িত বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দাবি করেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি নিয়োগ দুর্নীতির কালো টাকা সরকারি আধিকারিকদেরও ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে। এবার সিবিআইয়ের স্ক্যানারে শিক্ষা দফতরের অন্তত ৭-৮জন সরকারি আধিকারিক।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছে এমন মোট সাত-আটজন আধিকারিকের সন্ধান এখনও পর্যন্ত পাওয়া গিয়েছে। তাঁরা এজেন্টদের সঙ্গে যোগাযোগ রাখতেন। ব্যাংক অ্যাকাউন্টে তাঁদের টাকাও লেনদেন হয়েছে।

Advertisement

দিনকয়েক আগে প্রাথমিক শিক্ষা পর্ষদের কর্মী অর্ণব বসুর সল্টলেকের শ্বশুরবাড়িতে তল্লাশি চালান তদন্তকারীরা। তাঁর ল্যাপটপ, মোবাইল বাজেয়াপ্ত করে ইডি। তাঁকে জেরাও করা হয়।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ