নিবিড় জনসংযোগে কর্মাধ্যক্ষ ফারহাদ
বিশেষ প্রতিবেদন, দেগঙ্গা : পশ্চিমবঙ্গ সরকারের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে সরকার ক্যাম্পে সাধারণ উপভোক্তাদের পরিষেবা প্রদানে জনপ্রতিনিধি হিসেবে নিয়মিত উপস্থিত হয়ে কাজ করতে দেখা যায় পঃবঃ তৃণমূল মাদ্রাসা শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি তথা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ কে। শুক্রবার এলাকার সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করে সরকারি পরিষেবায় রাজ্য সরকারের ভূমিকা তুলে ধরে।
পাশাপাশি জাতি, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের পাশে মা মাটি মানুষের মানবিক সরকার যেভাবে উন্নয়নের ধারা অব্যাহত রেখে কাজ করে যাচ্ছে তা অত্যন্ত প্রশংসনীয়। ফারহাদ গ্ৰামের মানুষের সঙ্গে নিবিড় জনসংযোগে বাড়ি বাড়ি পৌঁছানোর পাশাপাশি গরমের দিনে আমবাগান,মাছায় বসা মানুষদের সঙ্গে সাক্ষাৎ করেন।
নিউটাউনে সম্প্রিতীর ইফতার মজলিস
কয়েক হাজার মানুষের উপস্থিতিতে ইফতার মাহফিল অনুষ্ঠিত হলো বিধাননগর পৌরনিগম এলাকার ৪ নং ওয়ার্ডে। শুক্রবার, ওয়ার্ডের জগারডাঙ্গাতে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিভিন্ন ধর্মের মানুষের আগমনে মুখরিত হয়ে ওঠে।উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়ে সকল ধর্মপ্রাণ মানুষের প্রতি শুভেচ্ছা জানান রাজ্য সরকারের বনমন্ত্রী শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন এই রাজ্য সর্ব ধর্ম সম্মন্বয়ের পীঠস্থান। মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় ধর্ম যার যার উৎসব সবার তাই সকল ধর্মীয় অনুষ্ঠানে নানা ধর্মের যে মেলবন্ধন লক্ষ্য করা যায় তা অনন্য।অপর মন্ত্রী রথীন ঘোষ বলেন মানুষের মধ্যে ঐক্য, ভাতৃত্বের মেলবন্ধন গড়ে তুলতে এইধরনের সামাজিক কর্মসূচি তৃণমূল কংগ্রেস কর্মীরা করে থাকে। ফুরফুরা শরীফের পীরজাদা আলহাজ্ব সাহিম উদ্দিন সিদ্দিকী অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখার পাশাপাশি দোয়ার মাহফিল পরিচালনা করেন। রাজারহাট নিউটাউন মাঝেরআইট পীরডাঙ্গা দরবার শরীফের অন্যতম পীরজাদা তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আলহাজ্ব একেএম ফারহাদ তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে রোজা বা সিয়াম সম্পর্কে আলোকপাত করেন।
পাশাপাশি বাংলায় সর্ব ধর্ম সম্মন্বয়ের যে মেলবন্ধন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পরিচালিত হচ্ছে তা দেশের মধ্যে নজিরবিহীন বলে উল্লেখ করেন। অনুষ্ঠানের মুখ্য আয়োজক সাহনাওয়াজ আলী মন্ডল ডাম্পি উপস্থিত সকল সম্প্রদায়ের মানুষের রোজা ও ঈদের অগ্ৰিম শুভেচ্ছা নিবেদন করে মেল বন্ধনের জন্য তৃণমূল কংগ্রেস কর্মীরা ঐক্যবদ্ধতার পরিচয় বহন করে বলে জানায়।
উক্ত দাওয়াত এ ইফতারে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক শ্রী তাপস চট্টোপাধ্যায়,মেয়র কৃষ্ণা চক্রবর্তী, শ্রী প্রবীর কর,দেবরাজ চক্রবর্তী, আফতাব উদ্দিন সহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি ও সমাজের বিশিষ্টজনেরা।