জেলা 

বারাসাত -২ ব্লকে উপভোক্তাদের নিয়ে দুয়ারে সরকার ক্যাম্পে কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিবেদন, বারাসাত :পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ষষ্ঠ দফার দুয়ারে সরকার ক্যাম্পে চারটি নয়া প্রকল্পের আবেদনে স্বতঃস্ফূর্ত দেখা যাচ্ছে। বুধবার উঃ চব্বিশ পরগনা জেলার বারাসাত -২ ব্লকের কীর্তিপুর দু’নম্বর ও কীর্তিপুর-১ অঞ্চলের খড়িবাড়ি, কামদুনি,আন্দুলিয়া প্রভৃতি দুয়ারে সরকার ক্যাম্পে উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ তথা বিশিষ্ট সমাজসেবী একেএম ফারহাদ গ্ৰামের ছেলেদের সঙ্গে নিয়ে উপভোক্তা নারী, পুরুষ নির্বিশেষে সকলের সমস্যা সমাধানের চেষ্টা করেন আধিকারিকদের সহযোগিতায়। কাজের মানুষ কর্মাধ্যক্ষ ফারহাদ জানায় রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য যেভাবে পরিষেবা দিয়ে আসছে তা অনন্য।

তিনি আরও জানান ২৭টি পুরনো প্রকল্পের পাশাপাশি এবার এই ক্যাম্পে আরও চারটি নতুন পরিষেবা পাচ্ছে সাধারণ মানুষ। ষষ্ঠবারের এই দুয়ারে সরকার ক্যাম্পে ১ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত যে কোনও সরকারি পরিষেবা পেতে আবেদন করার সুযোগ থাকছে। পাশাপাশি সরকারি ভাবে ১১ এপ্রিল থেকে ২০ এপ্রিলের মধ্যে সেই পরিষেবা প্রদান করা হবে আবেদনকারীকে।এবার দুয়ারে সরকার ক্যাম্পেই বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্য শিবিরে এলাকার মানুষের উপস্থিতি নজরকাড়া।

Advertisement

বলাবাহুল্য এবার দুয়ারে সরকার ক্যাম্প থেকে আবেদন করা যাচ্ছে বিধবা ভাতা, মেধাশ্রী, ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণপ্রদান (ভবিষ্যৎ) এবং মাইক্রো ইরিগেশন স্কিমে। এর মধ্যে মেধাশ্রী প্রকল্পের মাধ্যমে ওবিসি ছাত্রছাত্রীদের ঋণ দেওয়া হয়। মাইক্রো ইরিগেশন স্কিমের মাধ্যমে কৃষকদের ঋণ দেওয়া হয়। এছাড়াও কন্যাশ্রী, সবুজশ্রী, যুবশ্রী, লক্ষ্মীর ভান্ডারের মতো সরকারি প্রকল্পের জন্য এই দুয়ারে সরকার ক্যাম্পগুলি থেকেই আবেদন করা যাচ্ছে। উক্ত দিনে এলাকার বাসিন্দাদের মধ্যে ছিলেন আরসাদ খান, উপপ্রধান আবেদ আলী,অহেদ আলি, মিন্টু, খোকন সাহা,বাপি ঘোষ,সানু,রবীন প্রমুখ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ