কলকাতা 

মেয়ো রোডে উল্টে গেল মিনিবাস আহত ১৩

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : কলকাতার মেয়ো রোডে উল্টে গেল এক মিনিবাস। মেটিয়াবুরুজ হাওড়া রুটের এই বাসটি এমনভাবে উল্টে গেছে তাতে গাড়ির দরজা বন্ধ হয়ে যায় ফলে যাত্রীদের উদ্ধার করা কঠিন হয়ে পড়ে। বাসের দুদিকে কাচ ভেঙে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে ।এই কাজে কলকাতা পুলিশ সহায়তা করেছে।

জানা গিয়েছে, শনিবার বিকেলে মেটিয়াবুরুজ থেকে ধর্মতলার মেয়ো রোড হয়ে বাসটি হাওড়া যাচ্ছিল। মেয়ো রোডের কাছে একটি বাইককে ওভারটেক করতে গিয়ে বাসটি উল্টে যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। বাসটি এমন ভাবে উল্টে যায় যে, যাত্রীদের বার করা সম্ভব হচ্ছিল না। পরে পুলিশ এসে সামনে এবং পিছনের কাচ ভেঙে যাত্রীদের বার করে।

Advertisement

দুর্ঘটনার জন্য যাত্রীরা বাসের অতিরিক্ত গতিকেই দায়ী করছেন। সেই সঙ্গে বাসের চালক কেন বাইকটির সঙ্গে প্রতিযোগিতা করে চলছিলেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। বাসযাত্রীদের পাশাপাশি আহত হয়েছেন ওই বাইক আরোহীও। ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁর বাইকটিও।

মিনিবাস দুর্ঘটনায় ১৩ জন যাত্রী আহত হয়েছেন এদের সকলকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ