কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

ফিরে গেলেন সাহিত্যিক প্রণব সেন / মুহাম্মদ সাদউদ্দিন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

••••••••••••••••••••••••••••••••••••••••

ফিরে গেলেন সাহিত্যিক প্রণব সেন

(০৩.০১.১৯৫০ – ২৮.০৩.২০২৩)

Advertisement

••••••••••••••••••••••••••••••••••••••••

….দূরে সরে গিয়ে

একাকী ঘুমাতে চাই

নির্বাসিত সময়ের বুকে।

……প্রণব সেন

(পথের শেষে। ক্রান্তিক।

ডিসেম্বর ‘২২। পৃ – ৫৪)

তবে তিনি কি বুঝতে পেরেছিলেন যে, পারিজাতের পথ তাঁকে হাতছানি দিয়ে ডাকছে। হয়তো তাই। নতুবা এমন স্পষ্ট উচ্চারণ খুব কমই উচ্চারিত হয়। অবশেষে ফিরে গেলেন কবি, সাহিত্যিক, ঔপন্যাসিক, প্রাবন্ধিক প্রণব সেন। এমন বড়ো মাপের মানুষ, বড়ো মনের মানুষ খুব কমই দেখা যায়। তাঁর জ্ঞানের গভীরতা আর হৃদয়গ্রাহী বক্তৃতা সর্বজনবিদিত।

♥বড়োদের তো বটেই, পাশাপাশি ছোটোদের সাহিত্যেও তাঁর মুনশিয়ানা তারিফযোগ্য। একটি রাষ্ট্রীয় ব্যাঙ্কের গুরুত্বপূর্ণ পদে থেকেও তিনি নিবিড়ভাবে সাহিত্য সাধনায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। শিশুসাহিত্যিক হিসাবেও তাঁর জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। সব্যসাচীর ভূমিকায় অবতীর্ণ হয়ে আজীবন লিখে গেছেন ছোটো বড়ো সবার জন্য। পশ্চিমবঙ্গ ও তার বাইরেও বিভিন্ন নামীদামি পত্র-পত্রিকায় তাঁর রচনা সম্মানের সঙ্গে মুদ্রিত হয়েছে। প্রতিষ্ঠিত লেখক হিসাবে তিনি সাহিত্যিক মহলে অবশ্যই স্বীকৃত। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে আছে : টুবলুর মন ( পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক সহায়তায় প্রথম প্রকাশিত উপন্যাস) প্রকাশমাত্রই তিনি সুধীজনের প্রশংসাধন্য হন। তাঁর প্রকাশিত আরও উপন্যাসের মধ্যে আছে : উদ্ভট রাজার দেশে, ঘুমপাড়ানি ফুল ও নীলপরি, অদৃশ্য মানুষ, প্রতিহিংসার কবলে, টমের মুখোমুখি নিবারণ ইত্যাদি। তাঁর অতি উল্লেখযোগ্য গল্পগ্রন্থের মধ্যে আছে : কলকাতায় ভূতের আড্ডা, শ্মশানের কান্না, প্রজাপতির ডানা, রূপকথার দেশে, রূপকথার রাজ্যে, আলোর রোশনাই, গল্পের ফুলঝুরি ইত্যাদি। চয়নিকা নামে একটি পত্রিকাও বেশ কিছুদিন সম্পাদনা করেছেন। ছোটোদের প্রিয় পত্রিকা “কিশোর জ্ঞান-বিজ্ঞান” এর কার্যনির্বাহী সম্পাদক হিসাবেও বেশ কিছুদিন দায়িত্ব পালন করেছেন। শিশু মূল্যবোধের কথা মাথায় রেখে তিনি সৃষ্টি করেছেন একরাশ ঝকঝকে সাহিত্য। সাহিত্য পরম্পরায় তাঁর অবদান ভোলবার নয়।

♥একসময় তাঁর কেশব সেন স্ট্রিটের বাড়িতে আমাদের ক্রান্তিকের আড্ডা, আলোর ফুলকির আড্ডা বসত নিয়মিত। দূর দূরান্ত থেকে কবি -সাহিত্যিকরা আসতেন। কবি প্রণব সেনের আতিথেয়তা ও আলোচনা ছিল তুলনারহিত। সে সব কথা আমরা আমাদের ‘সেরা আলোর ফুলকি’ র দীর্ঘ সম্পাদকীয়তে উল্লেখ করেছি। তাঁর কাছে আমাদের ঋণ অপরিশোধ্য।

♥তাঁর ভাগ্নি পৌলমীকে ফোন করে জানতে পারি, আজ (২৮.০৩.২০২৩) সকাল ১১ টা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, তাঁরই বাড়িতে। বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। পৌলমী তাঁকে দেখাশোনা ও সেবা করতেন। হসপিটালে যাওয়ার আগেই বার্ধক্যজনিত কারণে তিনি ফিরে গেলেন তাঁর নিজের বাড়িতে। তিনি যেখানেই থাকুন ভালো থাকুন। তাঁকে জানাই বিনম্র শ্রদ্ধা ও প্রণাম।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ