কলকাতা 

শর্ত সাপেক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শহীদ মিনারে সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : আগামী কাল শর্তসাপেক্ষে ধর্মতলার শহিদ মিনারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সভা করার অনুমতি দিল কলকাতা হাই কোর্ট।

বুধবার ২৯ মার্চ ধর্মতলায় শহিদ মিনারে তৃণমূলের ছাত্র যুব সমাবেশ রয়েছে। ওই সভার মূল বক্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়। শহিদ মিনারেই ডিএ-র দাবিতে আন্দোলনে শামিল হয়েছেন সরকারি কর্মীদের একাংশ। ওই সভার বিরোধিতা করে মঙ্গলবার হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ডিএ আন্দোলনকারীরা। তাঁদের বক্তব্য ছিল, একটি কর্মসূচি চলাকালীন পুলিশ কী ভাবে অন্য কর্মসূচির অনুমতি দিল? মঙ্গলবার দুপুরে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে এই মামলার শুনানি হয়।

Advertisement

কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে শহিদ মিনারে আন্দোলনে শামিল হয়েছেন সরকারি কর্মীদের একাংশ। গত শনিবার ৪৪ দিনের মাথায় অনশন কর্মসূচি প্রত্যাহার করেছেন ডিএ আন্দোলনকারীরা। তবে আন্দোলন জারি রেখেছেন। বুধবার শহিদ মিনার চত্বরে যুব তৃণমূলের সমাবেশ রয়েছে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ