কবিতা: এসেছে রমজান/ শংকর কুমার ঘোষ
~ এসেছে রমজান ~
শংকর কুমার ঘোষ
~~~~~~~~~~~~~~~~~~~~~
পশ্চিমের চাঁদ বলে দেয়—
“ ওরে এসেছে রমজান ,
তাই বেহেস্তের সুধামৃত
করবি কে আয় পান ”।
আকাশে বাতাসে আজ
জগলো খুশির বান,
চোখ খুলে আজ মন ভ‘রে দ্যাখ
এসেছে রমজান ।
নয়কো হিন্দু, নয়কো জৈন ,
নয় মুসলিম ,নয় শুধু খ্রীষ্টান,
আয় চলে আয় রমজানের কুদরতে
গাই সাম্যের গান।
অজু ক‘রে চল , নামাজ প‘ড়ে বলি-
“ হে খোদা মেহেরবান,
মাপ ক‘রে দাও গোনা আমার
আমি তোমারই সন্তান ।
ঐক্য-সাম্য-শান্তি আসুক
জীবনের খাতে খাতে,
নামাজ আমার কবুল হোক
তোমার ঈশারাতে ”।
ওরে দেখবি কে আয়,পড়ছে ঝ‘রে
আল্লার দোওয়া দান,
মহব্বতের প্রলেপে হেসে
এসেছে রমজান ।
কাঁপিয়ে আকাশ, কাঁপিয়ে বাতাস
দাও নামাজের দাও আজান,
আর সবাই মিলে আওয়াজ তোলো—
“ এসেছে রমজান ,
ভাই এসেছে রমজান ”।
~~~~~~~~~~~~~~~~~~~~~
সোমবার । ২৭~০৩~২০২৩
~~~~~~~~~~~~~~~~~~~~~