দেশ 

Priyanka Gandhi : “আমার বাবাকে সংসদে অপমান করা হয়েছে। আমার দাদাকে মীর জাফর বলা হয়েছে। সংসদে আমার মাকে অপমান করা হয়। আপনার একজন মুখ্যমন্ত্রী বলে দিলেন, রাহুল গান্ধীর  বাবার ঠিক নেই। অথচ তাঁর বিরুদ্ধেও কোনও ব্যবস্থা নেওয়া হল না”: প্রিয়াঙ্কা গান্ধী

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হওয়ার আজ রবিবার গান্ধীর সমাধিস্থলে সত্যাগ্রহ করার সিদ্ধান্ত নেয় জাতীয় কংগ্রেস । তবে পুলিশ এদিন সত্যাগ্রহ করার অনুমতি দেয়নি । বরং এই এলাকায় ১৪৪ ধারা জারি করে সমাবেশ করার অধিকার দেয়নি । কার্যত ১৪৪ ধারাকে উপেক্ষা করে এদিন কংগ্রেস শীর্ষ নেতারা সত্যাগ্রহে অংশ নিয়েছেন । এদিন সত্যাগ্রহ মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী মোদী সরকার তীব্র ভাষায় আক্রমণ করেন । মোদী পরিবারতন্ত্র প্রায় কটাক্ষ করে থাকেন তার জবাব দিতে প্রিয়াঙ্কা বলেন,আপনারা আমাদের পরিবারবাদী বলেন। আমাকে বলুন তো ভগবান রামও কি পরিবারবাদী ছিলেন? আমাদের পরিবারের সদস্যরা এই দেশের জন্য শহিদ হয়েছিলেন, সেজন্য কি আমাদের লজ্জিত হওয়া উচিত? আমাদের রক্ত দিয়ে এদেশের গণতন্ত্র লালিত হয়েছে।রাহুলের (Rahul Gandhi) সমর্থনে রাজঘাটের ধরনায় আজ কংগ্রেসের তাবড় শীর্ষ নেতা উপস্থিত। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে থেকে শুরু করে দলের সাংগঠনিক সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল, পি চিদম্বরম, অধীর চৌধুরীরা (Adhir Chowdhury)। সেই সত্যাগ্রহের মঞ্চ থেকে প্রিয়াঙ্কা বললেন,

প্রিয়াঙ্কার আরও অভিযোগ, “আমার বাবাকে সংসদে অপমান করা হয়েছে। আমার দাদাকে মীর জাফর বলা হয়েছে। সংসদে আমার মাকে অপমান করা হয়। আপনার একজন মুখ্যমন্ত্রী বলে দিলেন, রাহুল গান্ধীর  বাবার ঠিক নেই। অথচ তাঁর বিরুদ্ধেও কোনও ব্যবস্থা নেওয়া হল না।” রাহুলের পাপ্পু বদনাম নিয়েও এদিন ফুঁসে উঠেছেন প্রিয়াঙ্কা। তিনি বলেন,”আমার দাদা হার্ভার্ড আর কেমব্রিজের মতো বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা পেয়েছে। অথচ ওরা আমার দাদাকে পাপ্পু বলে। কিন্তু এবার ওরা ভালই টের পেয়েছে রাহুল পাপ্পু নয়, মানুষের সমস্যা বোঝে। তাই রাহুলকে বেকায়দায় ফেলতে চাইছে।”


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ