কলকাতা 

একুশের ভাবনার জীবনকৃতি সম্মাননা জয়ন্ত রসিককে

শেয়ার করুন
  • 43
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

 

নিজস্ব প্রতিনিধিঃ গত 21শে এপ্রিল 2018 কলকাতা জীবনান্দ সভাঘরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপিত হলো সাহিত্যক নাট্যকার অভিনেতা গীতিকার জয়ন্ত রসিকের 65তম জন্মোৎসব।ভাষা সাহিত্য সংস্কৃতি বিষয়ক ত্রৈমাসিক পত্রিকা ‘একুশের ভাবননা’র উদ্যোগে আয়োজিত এদিনের অনুষ্ঠানে জয়ন্তর বিবিধ প্রতিভার স্বীকৃতি স্বরূপ তাঁকে প্রদান করা হয়’জীবনকৃতি সম্মাননা’। প্রদান করা হয় উত্তরীয়, মানপত্র , স্মারক। জয়ন্তর রচিত, সুরারোপিত সূচনা সঙ্গীত দিয়ে অনুষ্ঠিত বিশেষ সম্মাননা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীন স্বাধীনতা সংগ্রামী পূর্ণেন্দু প্রসাদ ভট্টাচার্য, কলকাতা হাইকোর্টের আইনজীবী ইয়াসিন আলি, কলকাতা বিশ্ব বিদ্যালয়ের ইতিহাস ও সংস্কৃতির বিভাগীয় প্রধান কাজি শফিউর রহমান। কথায়, গানে, কবিতায় এদিন জয়ন্তকে শুভেচ্ছা ও শ্রদ্ধা জ্ঞাপন করেন ক্রমে সংস্থার সম্পাদক বদরুদ্দোজা হারুন, ড .দেবব্রত দাস,ড.অমরেন্দ্র নাথ বর্দ্ধন, ড.আশিষ কুমার নন্দী, কবি অমর কুমার দাস,চন্দ্রা বন্দ্যোপাধ্যায়,সবিতা বেগম, সাংবাদিক ইবাদুল ইসলাম,সবার খবর দৈনিকের সম্পাদক কিংশুক ভট্টাচার্য,শিল্পী শ্যামাপদ সেন,প্রশান্ত দাস,প্রাক্তণ পুলিশ অফিসার মহিবুল হোসেন ,অপর্না হালদার, সোমা মুছোপাধ্যায়,স্বপ্না দাঁ, দ্বিপান্বীতা হক, তনুশ্রী আইরিন, চন্দ্রানী কর্মকার,সুজাতা গুপ্ত, সেখ আল্লারাখা, সুস্মিতা বৈরাগী, পাপিয়া গুপ্ত সমাদ্দার, তনিমা মুখার্জী,অমিত মিত্র ও তাপসী চক্রবর্তী।সমগ্র অনুষ্ঠান সুচারুরূপে পরিচালনা করেন একুশের ভাবনার সহ সম্পাদক শেখ আব্দুল মান্নান।


শেয়ার করুন
  • 43
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ