কলকাতা 

আগামীকাল কংগ্রেস বিধায়ক হিসাবে শপথ নেবেন বাইরন বিশ্বাস

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : আগামীকাল বুধবার বাইশে মার্চ সাগরদিঘি উপনির্বাচনে জয়ী কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস বিধানসভায় শপথ নেবেন। এই শপথ গ্রহণ অনুষ্ঠানটি হবে বিধানসভার নৌশার আলী কক্ষে। আজ মঙ্গলবার শপথ গ্রহণের জন্য প্রয়োজনীয় নথি এবং নির্দেশ রাজ্যপাল দিয়েছেন বলে খবর পাওয়া গেছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস এর নির্দেশ আসার পরেই বিধানসভার স্পিকারের সচিবালয় আগামীকালই বাইরন বিশ্বাসকে শপথ গ্রহণের জন্য বিধানসভায় ডেকে পাঠিয়েছে।

উল্লেখ্য, গত দুসরা মার্চ মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভার উপনির্বাচনের ফল প্রকাশিত হয়। সেখানে দেখা যায় তৃণমূল প্রার্থী দেবাশীষ বন্দ্যোপাধ্যায় প্রায় ২৩ হাজার ভোটে হেরে গেছেন জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। কিন্তু ফল প্রকাশের পর প্রায় কুড়ি দিন কেটে গেলেও তাকে শপথ গ্রহণ করানো   হচ্ছিল না বলে অভিযোগ। এ নিয়ে গত সপ্তাহে নবনির্বাচিত বিধায়ক বাইরণ বিশ্বাস এবং প্রবীণ দুই প্রাক্তন বিধায়ক অসিত মিত্র ও নেপাল মাহাতোকে নিয়ে স্পিকারের সঙ্গে দেখা করতে আসেন। সেই আলোচনায় স্পিকার জানিয়ে দেন রাজভবন থেকে অনুমতি না মেলায় শপথ গ্রহণে দেরি হচ্ছে। রাজভবন সবুজ সংকেত দিলেই শপথ গ্রহণ অনুষ্ঠান করা হবে। এরপর ওই দিনই বিকেলে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ও বিধায়ক বাইরন বিশ্বাস। রাজ্যপাল আশ্বস্ত করেন খুব শীঘ্রই তিনি এ ব্যাপারে উদ্যোগী হবেন। কিন্তু তারপরও দেখা গেল শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে তেমন কিছু কথা বলা হচ্ছে না। গতকাল সোমবার আবারো রাজ্যপালকে ফোন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তারপরেই জট কাটে এবং আজ রাজভবন থেকে প্রয়োজনীয় নির্দেশ এসে পৌঁছায় স্পিকারে সচিবালয়ে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল কংগ্রেসের বিধায়ক হিসাবে বিধানসভায় শপথ নিবেন বাইরন বিশ্বাস।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ