দেশ 

তিহাড়ই এখন অনুব্রত মণ্ডল সহগাল হোসেনের ঠিকানা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : শেষ পর্যন্ত তিহাড়ই ঠিকানা হল অনুব্রত মণ্ডলের। গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রতকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠাল দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট। পাশাপাশি, অনুব্রতকে প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। পরবর্তী শুনানি ৩ এপ্রিল। সে দিন আদালতে হাজির করানো হবে বীরভূমের তৃণমূল নেতাকে।

এখন এই জেলে রয়েছেন অনুব্রতের প্রাক্তন দেহরক্ষী সহগল হোসেন। গরু পাচার মামলায় তাঁকে গত বছর ৯ জুন গ্রেফতার করেছিল ইডি। এর পর তাঁকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করার আবেদন জানানো হয় আদালতে। আদালতের অনুমতিতে গত ২২ অক্টোবর দিল্লি নিয়ে গিয়ে ইডি সহগলকে দু’দফায় হেফাজতে নিয়ে টানা জেরা করে। পরে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের নির্দেশে তিহাড় জেলে পাঠানো হয় তাঁকে। সেই থেকে তিনি তিহাড়েই। এ বার সেখানে গেলেন অনুব্রতও।

Advertisement

গরু পাচার মামলায় অনুব্রতকে প্রথমে গ্রেফতার করেছিল সিবিআই। পরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি আসানসোল জেলের মধ্যে অনুব্রতকে গ্রেফতার করে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ