দেশ 

রাহুলের সাংসদ পদ খারিজের দাবি করা বিজেপি সাংসদ এর পিএইচডি ও এমবিএ ডিগ্রী জাল দাবি মহুয়া মৈত্রের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করার দাবী জানিয়েছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দূবে। স্বচ্ছ ভারত গড়ে তোলার দাবিদার নরেন্দ্র মোদির এই সোনার চাঁদ সাংসদ বিমানবন্দরে হামলা করেছিলেন। স্বচ্ছ দল হিসাবে দাবি করা বিজেপির এই সাংসদ সাংসদের পিএইচডি ডিগ্রি এবং এমবিএ ডিগ্রি জাল বলে টুইটে দাবী করলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র।

২০০৯ থেকে টানা তিনটি লোকসভা ভোটে ঝাড়খণ্ডের গোড্ডা থেকে নির্বাচিত নিশিকান্ত তাঁর নির্বাচনী হলফনামায় সঙ্গে শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত যে নথিগুলি পেশ করেছিলেন, তার প্রতিলিপি এবং এ সংক্রান্ত নথি পোস্ট করে ৩টি টুইট করেছেন মহুয়া। প্রথম টুইটে লিখেছেন, ‘‘মাননীয় সদস্য ২০০৯ এবং ২০১৪ সালের লোকসভা ভোটের হলফনামায় নিজেকে ‘দিল্লি বিশ্ববিদ্যালয়ের আংশিক সময়ের এমবিএ’ বলে উল্লেখ করেছেন। মনে রাখবেন, ২০১৯ সালের আগে শিক্ষাগত যোগ্যতার পুরো বিবরণ দেওয়া বাধ্যতামূলক ছিল।’’

Advertisement

দ্বিতীয় টুইটে মহুয়ায় মন্তব্য, ‘‘দিল্লি বিশ্ববিদ্যালয় একটি প্রশ্নের জবাবে লিখিত ভাবে জানিয়েছে, মাননীয় সদস্যের (নিশিকান্ত) নামের কোনও ব্যক্তি ১৯৯৩ সাল থেকে সেখানে এমবিএ পাঠক্রমে ভর্তি হননি বা ডিগ্রি পাননি। তথ্যে অধিকার আইনে করা প্রশ্নেও একই জবাব মিলেছে।’’

এর পরের টুইটে নিশিকান্তকে নিশানা করে মহুয়ার মন্তব্য ‘‘২০১৯ সালের লোকসভা ভোটের হলফনামায় মাননীয় সদস্য এমবিএর কোনও উল্লেখই করেননি! শুধু জানিয়েছেন, তিনি ২০১৮ সালে রাজস্থানের রানা প্রতাপ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন। অনুগ্রহ করে মনে রাখুন, বৈধ মাস্টার্স (স্নাতকোত্তর) ডিগ্রি ছাড়া ইউজিসি স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করতে পারেন না।’’

মহুয়া মৈত্রর এই টুইটের পর প্রশ্ন উঠেছে একজন জনপ্রতিনিধি নির্বাচন কমিশনকে ভুল তথ্য বা মিথ্যা তথ্য ও পরিবেশন করার দায়ে কেন সাংসদ পদ খারিজ হবে না। রাহুল গান্ধী বিদেশী বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে যে মন্তব্য করেছেন সেই মন্তব্যের বিচার্য বিষয় সংসদে আদৌ আলোচনার বিষয় কিনা সেই প্রশ্ন যেমন থাকছে একইভাবে মহুয়া মৈত্র স্পষ্ট করেছে একজন সাংসদ নির্বাচন কমিশনের কাছে মিথ্যা তথ্য দিয়েছে। এবার নরেন্দ্র মোদির কাছে সাধারণ মানুষের প্রশ্ন স্বচ্ছতার দাবি করার জন প্রধানমন্ত্রী তার দলের সংসদকে বহিষ্কার  করতে পারবেন কি? সেই সাহস দেখাতে পারবেন।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ