দেশ 

রাজস্থানে বিজেপি ছাড়লেন দলের প্রধান মুসলিম মুখ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : রাজস্থানে ভোটের আগে দল ছাড়ার হিড়িক বিজেপি দলে লক্ষ্য করা যাচ্ছে । এবার দল ছাড়লেন রাজ্যের বিজেপি দলের প্রধান মুসলিম মুখ হাবিব-উর-রহমান । তিনি  অভিযোগ করেছেন, ‘কোনো মুসলিমকে টিকিট দেওয়া হবে না, এমনই সিদ্ধান্ত নিয়েছে দল’ । বিজেপি-র এই সাম্প্রদায়িক নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েই দল ছাড়ার কথা ঘোষণা করলেন ।

রাজস্থানে বিজেপির দু’জন মুসলিম বিধায়ক ছিলেন। রহমান ছেড়ে দেওয়ায় এখন রয়েছেন শুধু দিদওয়ানা কেন্দ্রের বিধায়ক ইউনুস খান। বসুন্ধরা রাজে সিন্ধিয়ার ঘনিষ্ঠ মুখ হিসেবে পরিচিত ইউনুসেরও নামও প্রথম তালিকায় নেই। কিন্তু তিনি এখনও এই ব্যাপারে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি । উল্লেখ্য, পাঁচ বারের বিধায়ক রহমান, ২০০৮ বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন। সে বার বিজেপি রাজ্যে ক্ষমতা হারালেও, রহমান জিতে যান। ২০১৩-তে ফের জেতেন তিনি।

Advertisement

তিনি আবার কংগ্রেসে ফিরে যাবেন কি না, সে ব্যাপারে কিছু খোলসা করেননি। তবে সূত্রের খবর, কংগ্রেসে ফিরে না গিয়ে রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টিতেও যোগদান করতে পারেন তিনি।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

four × 2 =