কলকাতা 

শংকর গুহ নিয়োগীর স্মরণে বক্তব্য রাখলেন মনোরঞ্জন ব্যাপারী

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

কলকাতা, ২১ ফেব্রুয়ারি ২০২৩: প্রবাদপ্রতিম শ্রমিক নেতা শংকর গুহ নিয়োগীর স্মরণে মঙ্গলবার স্বরাজ ইন্ডিয়া পশ্চিমবঙ্গ আয়োজন করল এক আলোচনা সভা। কলকাতার কিরণ শঙ্কর রায় রোডের হেস্টিংস চেম্বারে স্বরাজ ইন্ডিয়ার রাজ্য দফতরে অনুষ্ঠিত এই আলোচনা সভায় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক, সাহিত্যিক ও দলিত আন্দোলন কর্মী মনোরঞ্জন ব্যাপারী।

অনুষ্ঠানে হাজির ছিলেন স্বরাজ ইন্ডিয়ার সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভীক সাহা, জাতীয় পরিষদের সদস্য কল্যাণ সেনগুপ্ত ও ভোলা যাদব, রাজ্য সভাপতি সঞ্জীব মুখোপাধ্যায়, রাজ্য সম্পাদক রাম বচ্চন, মহিলা স্বরাজের রাজ্য সভানেত্রী সুফিয়া খাতুন, রাজ্য কোষাধ্যক্ষ ডাঃ রত্না পাল, যুবনেত্রী পৌলমী ঘোষ, জয় কিষাণ আন্দোলনের হুগলি জেলা সভাপতি সুশান্ত কাঁড়ি, বাঁকুড়া জেলা সভাপতি ননী রায় প্রমুখ। সঞ্জীব মুখোপাধ্যায় পুষ্পস্তবক তুলে দেন মাননীয় মনোরঞ্জন ব্যাপারীর হাতে। স্বরাজ ইন্ডিয়ার রাজনৈতিক ভাবধারার প্রেক্ষিতে শংকর গুহ নিয়োগীর প্রাসঙ্গিকতা নিয়ে বক্তব্য রাখেন সঞ্জীব মুখোপাধ্যায়।

Advertisement

মনোরঞ্জন ব্যাপারী তাঁর বক্তব্যে তুলে ধরেন, শংকর গুহ নিয়োগীকে কোনো মতবাদের খাঁচায় আটকে রাখতে বুদ্ধিজীবী ও রাজনৈতিক কর্মীদের পক্ষে অসুবিধা হয়ে গিয়েছে। একই মানুষকে কখনও মার্কসবাদী, নকশালপন্থী কিংবা মাওবাদী বলা হচ্ছে। আবার গান্ধিবাদীও বলা হচ্ছে। তিনি আম্বেদকরের মতবাদ নিয়ে খুব বেশি বলেননি। তবে নিম্নবর্ণ ও নিম্নবর্গকে ওপরে তোলার প্রচেষ্টা তাঁর কাজে প্রথম থেকেই ছিল। তাঁকে বুদ্ধ ও চে গ্যেভারার মিশেল বলা যেতে পারে। গৌতম বুদ্ধের করুণা এবং চে গ্যেভারার মতো রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানো — দুটোই তাঁর মধ্যে ছিল। মনোরঞ্জন ব্যাপারী আরও বলেন, “কঠিন কঠোর নেতাদের মতো ভাষণ, অঙ্গভঙ্গি শংকর গুহ নিয়োগীর ছিল না। জীবিত অবস্থায় তিনি মানুষের মনে জায়গা করে কিংবদন্তি মহানায়ক হয়ে উঠেছিলেন।”

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে অনুষ্ঠানের শেষে একটি তথ্যচিত্র দেখানো হয়। পৃথিবীর সমস্ত মাতৃভাষার অধিকার সুনিশ্চিত করার দাবি তুলে ধরল ঐতিহ্য স্বরাজের তথ্যচিত্র ‘অমর একুশে’।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ