জেলা 

Mamata Banerjee : “আইন মেনে আইনের পথেই যেখানে যেখানে চাকরির প্রয়োজন আছে, আমরা দেবএবং দিচ্ছি”: মমতা বন্দ্যোপাধ্যায়

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক: রাজ্যে নিয়োগ বন্ধ করতে বিরোধীরা আদালতকে প্রভাবিত করছে বলে অভিযোগ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মঙ্গলবার শিলিগুড়িতে এক প্রশাসনিক সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি দাবি করেন,আদালতের একাংশকে রাজনৈতিকভাবে খসড়া তৈরি করে বলে দেওয়া হচ্ছে, চাকরিটা বন্ধ করে দাও। যদিও ঠিক কার দিকে তাঁর নিশানা, সেটা স্পষ্ট করেননি মুখ্যমন্ত্রী।

বিজেপি (BJP) শাসিত রাজ্যগুলিকে টার্গেট করে মুখ্যমন্ত্রী বলছেন, “উত্তরাখণ্ডে কত কেলেঙ্কারি হয়েছে? মধ্যপ্রদেশে কত কেলেঙ্কারি হয়েছে? ব্যাপম ভুলে গেছেন? যত রাগ বাংলার উপর। মানুষের টাকা কেড়ে নিয়েও লজ্জা নেই। আজ বলছে, না না ওকে চাকরি দেওয়া যাবে না।” মমতার অভিযোগ, একে তো নিজেরা চাকরি দেবে না। কেউ চাকরি পেলেই সঙ্গে সঙ্গে কোর্টে চলে যাচ্ছে। যেভাবেই হোক চাকরি আটকাতে হবে। নাহলে ওরা তৃণমূলের (TMC) সমর্থক হয়ে যাবে।

Advertisement

এরপরই বিস্ফোরক অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। মমতার বক্তব্য, “সব কোর্টকে খারাপ বলব না। কিন্তু আমাদের সবার মধ্যেই কেউ এ, কেউ বি, কেউ সি, কেউ ডি থাকে। রাজনৈতিক খসড়া করে বলে দেওয়া হচ্ছে, চাকরিটা বন্ধ করে দাও। কেন ভাই? তোমাদের গায়ের এত জ্বালা কেন? আমি যদি ছেলেমেয়েদের চাকরি দিই, তোমাদের কীসের বিদ্বেষ?” এরপরই মমতার চ্যালেঞ্জ, “তোমাদের নির্দেশ আমি মানছি না। মানব না। আইন মেনে আইনের পথেই যেখানে যেখানে চাকরির প্রয়োজন আছে, আমরা দেব। এবং দিচ্ছি।”

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ