জেলা 

হাজীরা আমাদের সম্মানিত করে,দেগঙ্গায় হজ্ব বিষয়ক কর্মশালায় বললেন একেএম ফারহাদ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিবেদন, দেগঙ্গা :  ইসলাম ধর্মের পঞ্চম স্তম্ভের অন্যতম একটি হজ্ব।সুদুর আরব দেশ থেকে সম্পন্ন করতে হয় ইসলাম ধর্মের পবিত্র এই আদেশ। উল্লেখ্য চলতি বছরে হজ্বে যাওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ১০ ই ফেব্রুয়ারি থেকে ১০ ই মার্চ পর্যন্ত ফর্ম পূরণ চলবে সরকারি ভাবে একটি গাইড বুক প্রকাশ করা হয়েছে ২০২৩ সালের হাজী সাহেবদের জন্য।

বলাবাহুল্য রবিবার দেগঙ্গা থানার দক্ষিণ মাটি কুমড়া গ্ৰামে খাদেমুল হুজ্জাজ এর ব্যবস্থাপনায় হজ্ব বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে রাজারহাট নিউটাউন মাঝেরআইট পীরডাঙ্গা দরবার শরীফের পীরজাদা, উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রাজ্য হজ্ব কমিটির সেবক আলহাজ্ব একেএম ফারহাদ বলেন হাজী সাহেবরা আমাদের সম্মানিত করে।

Advertisement

বাংলায় হাজী সাহেবদের পরিষেবায় রাজ্য সরকারের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে রাজ্য মন্ত্রীসভার পৌর ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম ও সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের মন্ত্রী মোঃ গোলাম রব্বানী সহ দপ্তরের আধিকারিক মোঃ গোলাম আলী আনসারী, ওবাইদুর রহমান, সাকিল আহমেদ, মোঃ নাকি সহ অন্যান্যদের প্রচেষ্টায় যেভাবে এই রাজ্যে হাজীদের পরিষেবা সম্পন্ন হয় তা প্রশংসিত হয় সর্বত্র। চলতি বছর হাজীদের প্রশিক্ষণ প্রদান করার যে কর্মসূচি রূপায়িত হলো তার জন্য একেএম ফারহাদ ধন্যবাদ জ্ঞাপন করেন। আয়োজক কমিটির সদস্যদের।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হজ্ব কমিটির সদস্য পীরজাদা আলহাজ্ব রাকিবুল আজিজ বাখতেয়ারি, হজ্ব আধিকারিক ইকবাল নাইয়ার, আয়ুব আলী, মাওঃ আবদুল্লাহ, আসাদুল,সফর আলী,সালাম, আব্দুল আজিজ, আলাউদ্দিন,তাজ মহম্মদ সহ অন্যান্যরা।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ