কলকাতা 

DA News: মহার্ঘ ভাতার দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন কর্মসূচি অব্যাহত, রবিবার হল প্রতীকি অনশন, ১৩ ফেব্রুয়ারি পেন ডাউনের ডাক, ডিএ এর দাবিতে আন্দোলন চলবে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : মহার্ঘ ভাতার দাবিতে সরকারি কর্মচারীদের আন্দোলন ২১৪ ঘন্টা পার হওয়ার পর প্রতীকি অনশন করতে চলেছে সরকারি কর্মীরা ২৩ ঘণ্টা ধরে এই প্রতীকি অনশন করা হয় রবিবার। আর এদিনের সরকারি কর্মচারীদের দাবি কে সমর্থন জানিয়ে অবশ্যই শহীদ মিনারের অবস্থান মঞ্চে হাজির হন এপিডিয়ারের রাজ্য সাধারণ সম্পাদক রঞ্জিত শূর।

তিনি এদিন ধরনা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে সরকারের তীব্র সমালোচনা করে বলেন ডিএ সরকারি কর্মচারীদের অধিকার সেই অধিকারকে না দিয়ে সরকার প্রকৃতপক্ষে মানবাধিকার লঙ্ঘন করছে। তিনি সরকারি কর্মচারীদের এই লাগাতার অবস্থান বিক্ষোভকে সমর্থন করেন এবং এই আন্দোলনে তাদের সংগঠনের সমর্থন রয়েছে বলে জানান।

Advertisement

এদিকে আরো বৃহত্তম আন্দোলনের দিকে এগিয়ে যাচ্ছে সরকারি কর্মচারীদের সংগ্রামে যৌথ মঞ্চ। সরকারি কর্মচারী সংগঠনের ২৮ টি শাখা সংগঠনের সংগ্রামী যৌথ মঞ্চ কয়েকদিন আগে দু’ঘণ্টার কর্মবিরতি করেছিল। এবার দিনভর পেন ডাউন কর্মসূচির ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। আগামী ১৩ ই ফেব্রুয়ারি রাজ্য সরকারের সমস্ত কর্মচারীরা শিক্ষক শিক্ষিকারা সারাদিন ধরে পেন ডাউন করে থাকবেন অর্থাৎ কোন কাজ করবেন না বলে যৌথ সংগ্রাম মঞ্চের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে।

একই সঙ্গে নাগরিক কনভেনশন-সহ একাধিক কর্মসূচি। বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলনে অনড় সরকারি কর্মচারীরা। তাঁরা জানিয়েছেন, ৭ ফ্রেরুয়ারি পর্যন্ত সরকারকে সময় দেওয়া হচ্ছে। দাবি না মানলে ৮ ফেব্রুয়ারি আরও বড় কর্মসূচি ঘোষণা করা হবে।

বাজেটের পর ফের ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। ৩৮ শতাংশের বদলে এবার ৪২ শতাংশ হারে ডিএ পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। আর কতদিন অপেক্ষা করতে হবে? এ রাজ্যে বকেয়া ডিএ-র দাবিতে জোট বেঁধেছে সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মীদের ২৮টি সংগঠন। পোশাকি নাম, ‘সংগ্রামী যৌথ মঞ্চ’।

রবিবার সংগ্রামী যৌথ মঞ্চের অবস্থান বিক্ষোভ এ পিডিআর এর রাজ্য সাধারণ সম্পাদক শামিল হয় আন্দোলনের মাত্রা আরো তীব্রতা পেল বলে ওয়াকিবহাল মনে করছে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ