কলকাতা 

বাংলা ছোটগল্পের বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সংবাদাতা, বাংলার জনরব: বাংলা ছোটগল্প নিয়ে সাহিত্য বোদ্ধা মহলে চিন্তা চর্চার অন্ত নেই‌। দিনে দিনে ছোটগল্প পাঠক মহলে আরও প্রিয় হয়ে উঠেছে ।বিশেষ করে রবীন্দ্রনাথের সময় থেকে বাংলা ছোটগল্পের যে জনপ্রিয়তা বাড়তে শুরু করেছিল এখন তা তুঙ্গে। এমনিতে সাহিত্য বোদ্ধা মাত্রেই স্বীকার করবেন যে সাহিত্যের আঁতুর ঘর লিটিল ম্যাগাজিন।

বর্তমানে অধিকাংশ লিটিল ম্যাগাজিন বাণিজ্য করণের দৃষ্টিভঙ্গিতে গল্প বা ছোটগল্পের পরিবর্তে প্রবন্ধ ছাপতে আগ্রহী। তাতে কিছুটা হলেও ছোটগল্পের জনপ্রিয়তার ঘাটতি তৈরি হচ্ছে। তথাপি গল্পকাররা তাঁদের নিজের তাগিদেই চলমান সমাজের নানান টানা পোড়েন নিয়ে গল্প লিখছেন, লিখবেন। তাতে আগামী দিনে ছোটগল্পের চাহিদা পাঠক মহলে অব্যাহত থাকবে। সময়ের সাথে সামঞ্জস্য রেখে পাঠকের সেই চাহিদা বইয়ের পরিবর্তে প্রযুক্তির দৌলতে হয়ত ডিজিটাল মাধ্যমে বজায় থাকবে।

Advertisement

উপরোক্ত কথাগুলি গত ২৮ জানুয়ারি ২০২৩ ‘ বাংলা ছোটগল্পের বর্তমান ও ভবিষ্যৎ ‘ শীর্ষক নিউজ পোর্টাল বাংলার জনরবের সাহিত্য বিভাগের মাসিক ভার্চুয়াল সাহিত্য অনুষ্ঠানের আলোচনায় উঠে আসে। এদিন এই ভাবগম্ভীর আলোচনায় অংশ নিয়েছিলেন বাংলাদেশ থেকে বিশিষ্ট গল্পকার বাসার তাসাউফ, গুয়াহাটি থেকে উত্তর পূর্বাঞ্চলের জনপ্রিয় গল্পকার পরিতোষ তালুকদার এবং কলকাতা থেকে সুপরিচিত গল্পকার কাবেরী চক্রবর্তী।

সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন বাংলার জনরবের সাহিত্য সম্পাদক কথাশিল্পী সেখ আব্দুল মান্নান। তিনি আলোচনা প্রসঙ্গে বলেন প্রত্যেক গল্পকার তাঁর নিজ নিজ অনুভব, দর্শন, বাক্য-বিন্যাস,শব্দ চয়ন, স্থান কাল পাত্র বিশেষে গল্প রচনা করেন। ভিন্ন ভিন্ন আঙ্গিকে লেখা বিভিন্ন গল্পের পাঠকও ভিন্ন ভিন্ন হওয়াই স্বাভাবিক। তা না হলে গল্পের সার্থকতা থাকে না।

সঞ্চালক তথা আলোচনা সভার আমন্ত্রিত অতিথিদের তথ্যসমৃদ্ধ আলোচনায় উদ্বুদ্ধ হয়ে বাংলার জনরবের সম্মানীয় সম্পাদক সেখ ইবাদুল ইসলাম বলেন বাংলা ছোটগল্প নিয়ে আজকের আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে আমি বিশ্বাস করি। একই সঙ্গে তিনি আমন্ত্রিত আলোচকদের সাধুবাদ জানান।

এদিনের ব্যতিক্রমী আলোচনাকে সমৃদ্ধ করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ইন্দ্রাণী সাহা। অনুষ্ঠানের মানের সাথে সাযুজ্য রেখে পরিবেশিত ইন্দ্রাণীর তিনটি গান অনুষ্ঠানটিকে উপভোগ্য করে তোলেন।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ