জেলা 

মাথা নিচু করে শিখলে,মাথা উঁচু করে বাঁচা যায় : একেএম ফারহাদ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিবেদন, নিউটাউন :  ভবিষ্যত জীবনে ভালো কিছু করতে গেলে মাথা নিচু করে শিখলে পরবর্তী সময়ে মাথা উঁচু করে বাঁচা যায়।

সোমবার,দঃ চব্বিশ পরগনা জেলার ভাঙ্গড়ের কাঁঠালিয়া হাই স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে সুন্দর কিছু মুহূর্ত কাটিয়ে সার্বিক কল্যাণ ও শিক্ষার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হওয়ার কথা বলেন বিশিষ্ট শিক্ষক তথা উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও রাজ্য তৃণমূল কংগ্রেস মাদ্রাসা শিক্ষক সংগঠনের সভাপতি একেএম ফারহাদ।

Advertisement

ছাত্র জীবন,জীবনের শ্রেষ্ঠ সময় তাই এই সময় গুলি অপচয় নষ্ট না করে পিতা-মাতা ও শিক্ষককুলদের নির্দেশ মতো নির্দিষ্ট কর্মক্রিয়া করে যাওয়ার কথা শিক্ষার্থীদের বলেন একেএম ফারহাদ।

পাশাপাশি তিনি বলেন যেভাবে রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষার্থীদের বিভিন্ন রকমের সুযোগ সুবিধা প্রদান করে চলেছে তা অনন্য।

সেই জন্যেই ড্রপ আউট এর সংখ্যা কমার পাশাপাশি স্কুলমুখী হচ্ছে নব প্রজন্মের শিক্ষার্থীরা।উক্ত হাই স্কুলের প্রধান শিক্ষক জারজিস হোসেন তার বক্তব্যে উঠে আসে স্থানীয় দুস্থ মেধাবী ছাত্র-ছাত্রীরা যেভাবে পড়াশোনায় নিজেদের মানোন্নয়ন করেছে তা দৃষ্টান্তমূলক।

আগামী দিনে এই ছাত্র-ছাত্রী রায় ভাঙ্গড় তথা রাজ্যের মুখ উজ্জ্বল করবে বলে তিনি আশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা ছাত্র-ছাত্রীদের পাশাপাশি উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট জনপ্রতিনিধি ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গরা।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ