জেলা 

দক্ষিণ চব্বিশ পরগনার এন আর ন্যাশনাল একাডেমিতে মাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হলো শিক্ষা শিবির

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নায়ীমুল হক : আসন্ন মাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম বড় পরীক্ষার আগে ভয়-ভীতি ভাঙ্গাতে এবং সার্বিক প্রস্তুতির নিরিখে মাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে রবিবার দক্ষিণ ২৪ পরগনার নামকরা প্রতিষ্ঠান এন আর ন্যাশনাল একাডেমিতে অনুষ্ঠিত হয়ে গেল একদিনের শিক্ষা শিবির।

দুশোর বেশি ছাত্র-ছাত্রী উপস্থিত হয়েছিল এই শিবিরে। তাদের শেষ পর্যায়ের প্রস্তুতি কেমন হবে, কোন কোন দিকে বিশেষ নজর দিতে হবে, কেন নম্বর কাটা যায় – এ ধরনের নানান পরামর্শ নিয়ে এদিন একাডেমিতে উপস্থিত হয়েছিলেন কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন বিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকারা। পরিষ্কার-পরিচ্ছন্ন হাতের লেখায় নিজের নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ইত্যাদি যথাযথভাবে লেখার পরামর্শ দেন তাঁরা।

Advertisement

উত্তর লেখার ক্ষেত্রে সহজ শব্দ দিয়ে ছোট ছোট নির্ভুল বাক্য গঠনের দিকে জোর দেন অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা। প্রশ্নে যেটুকু চাওয়া হয়েছে তার সঠিক উত্তর চান পরীক্ষকেরা। সুতরাং অপ্রাসঙ্গিক আলোচনা পরিহার করার কথা বলেন অভিজ্ঞ পরীক্ষকেরা। এছাড়াও প্রতিটি বিষয়ে সর্বোচ্চ নম্বর তোলার ব্যাপারে প্রথিতযশা শিক্ষকেরা গুরুত্বপূর্ণ পরামর্শ তুলে ধরেন ছাত্র-ছাত্রীদের নিকট।

ছাত্র-ছাত্রীদের জন্য অত্যন্ত কার্যকর ও উপযোগী এই শিক্ষা শিবিরে উপস্থিত ছিলেন ড.সন্দীপ রায়, দীপ্তি রায়, জহরলাল নাইয়া, শুভেন্দু কন্দর, অসীম কুমার রায়, প্রশান্ত কুমার বসু, মোস্তফা হাবিব প্রমুখ। সমস্ত অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন বিশিষ্ট গণিতের শিক্ষক আব্দুল হালিম শেখ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ