জেলা 

ভগবানগোলায় তৃনমূল কংগ্রেসের কার্যালয়ে প্রজাতন্ত্র দিবস পালন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : আজ প্রজাতন্ত্র দিবস।এই উপলক্ষে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা বিধানসভার এক নম্বর ব্লকের তৃনমূল কংগ্রেসের কার্যালয়ের(নেতাজী মোড়ের) সামনে জাতীয় পতাকা উত্তোলন করে, প্রজাতন্ত্র দিবস পালন করা হয়।

জাতীয় পতাকা উত্তোলন করেন ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী। শহীদ বেদীতে মাল্যদান করে,শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, ভগবানগোলা এক নম্বর ব্লকের সভাপতি আহসানুর রহমান,কিষান খেতমজুর সেলের নেতা সোহরাব আলী,জেকের আলী, জেলা পরিষদের সদস্যা রাফিনা ইয়াসমিন,সাবিরুল ইসলাম, সেখ গোলাব, আসরাফ বাসার বাপি, সুনীল বাহালিয়া,আফরোজ সরকার,মহিলা সভানেত্রী বরনালী দাস,আই এন টি টি ইউ সি এর সভাপতি ইবাদুল সেখ,ছাত্র নেতা আব্দুল হালিম,মনিরুল ইসলাম সহ তৃনমূল কংগ্রেসের বিভিন্ন সংগঠনের নেতা নেত্রীবৃন্দগন এবং তৃনমূল কংগ্রেসের কর্মীবৃন্দ।

Advertisement

বিধায়ক ইদ্রিস আলী বলেন, আজকের দিনে সংবিধান প্রতিষ্ঠিত হয়।এই সংবিধানের মাধ্যমে আমরা গনতন্ত্রকে অক্ষুন্ন রাখতে এবং নিজের অধিকারকে বজায় রাখতে পারি। দেশের পবিত্র এই সংবিধানকে যদিও বিজেপি কলঙ্কিত করার চেষ্টা করছে। আপনারা জেনে রাখুন, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে এই সংবিধানকে কলুষিত হতে দেবেন না এবং মানুষের অধিকারকে রক্ষা করবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তথা উন্নয়নের কান্ডারীর উপর আস্হা রাখুন। তিনি আরও বলেন ভারতের সংবিধান বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ সংবিধান।

ব্লক সভাপতি আহসানুর রহমান সংবিধানের তাৎপর্য ব্যাখা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রবিউল ইসলাম। উল্লেখ থাকে জাতীয় সংগীত পরিবেশন করা হয় ।

আজ প্রজাতন্ত্র দিবস।এই উপলক্ষে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানার নেতাজী মোড়ে, নেতাজী সুভাষচন্দ্র বসুর মূর্তির পাদদেশে নেতাজী জন্মোৎসব কমিটির উদ্যোগে, জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী। উপস্থিত ছিলেন ফরোয়ার্ড ব্লকের নেতা লুৎফর রহমান, তৃনমূল কংগ্রেসের নেতা সোহরাব আলী, আহসানুর রহমান,রাফিনা ইয়াসমিন,সেখ গোলাব,আসরাফ বাসার বাপি, সাবিরুল ইসলাম,আব্দুল হামিদ,বরনালি দাস, সুনীল বাহালিয়া প্রমুখ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ