কলকাতা 

বইমেলার মুখে দেব সাহিত্য কুটির-এর একগুচ্ছ বই প্রকাশ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নায়ীমুল হক : ২০শে জানুয়ারি : আসন্ন আন্তর্জাতিক পুস্তক মেলাকে কেন্দ্র করে দেব সাহিত্য কুটিরের রাজর্ষি মজুমদার এবং রাজীকা মজুমদার সম্মানীয় লেখকদের উপস্থিতিতে কলকাতা প্রেস ক্লাবের শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে প্রকাশ করলেন এক গুচ্ছ বাংলা বই!

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খ্যাতনামা প্রায় তিরিশ জন সাহিত্যিক।নতুন করে প্রকাশিত হোলো শুকতারা র ১০১গোয়েন্দা ও রহস্য গল্প,পূজা বার্ষিকীর বাছাই গল্প,নবকল্লোলের ষাট এ ৬০,শুকতারার ১০১ ভূতের গল্প, রাজকুমার মৈত্রের বগলা মামার কাণ্ড কারখানা সমগ্র,হেমেন্দ্র কুমার রায়ের বিমলকুমার,কাবেরী রায়চৌধুরীর রহস্য চতুষ্কোণ, শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের বাবু মিউ রহস্য সমগ্র, রাজা ভট্টাচার্য্যের ছোটদের বড়ো বই, হরিনারায়ন চট্টোপাধ্যায় এর শ্রেষ্ঠ গল্প, ড গৌরী দের পৃথিবীর বারোটি ভূতের বাড়ি,মানবেন্দ্র পালের রহস্য রোমাঞ্চ সমগ্র , বিনোদ ঘোষালের খাদের ধারে দুজন, সুবল চন্দ্র মন্ডল এর মেঘ ভাঙ্গা রোদ, তড়িৎ কুমার মজুমদারের নকশী কাঁথার রহস্য,স্যার জেমস্ ম্যাথিইউ ব্যারির পিটার প্যান, অনুরাগের আমি এমনই এক ভালোবাসা , সাগরিকা রায়ের বুমো কুকুরের ডাক ,সুজাতা সাউ জাটির নির্বাচিত গল্প সংকলন,সুভাষ ধরের চোষ্যটটির দাঙ্গা – মেছুয়া কাণ্ড , চিরস্রি বন্দ্যোপাধ্যায় এর কোন সুদূর হতে, মনজিত গায়েনে বাঘ মুড়ির ডাক, মতিলাল পটুয়ার উদাসী হাওয়া, স্বপ্তদীপা অধিকারির রাজপূত্র ও রোদের গল্প এবং সুনীল বন্দ্যোপাধ্যায়ের চলন্তিকার কাব্য।

Advertisement

দুয়েকটি বইয়ের প্রচ্ছদ ও উন্মোচিত হয়েছে।রূপক চট্টরাজ,সমীর গোস্বামী, বংশী বদন চট্টোপাধ্যায় সহ বেশকিছু মানুষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

৩১শে জানুয়ারি থেকে ১২ ই ফেব্রুয়ারি পর্যন্ত সল্ট লেকের সেন্ট্রাল পার্কের ৪৬ তম আন্তর্জাতিক পুস্তক মেলায় বই গুলি পাঠকরা সংগ্রহ করতে পারবেন বলেও দেব সাহিত্য কুটিরের কর্ণধার রাজর্ষি মজুমদার ও রাজিকা মজুমদার জানিয়েছেন।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ