আন্তর্জাতিক 

প্রধানমন্ত্রী ক্ষমা চাইলেন ! কেন? জানতে হলে ক্লিক করুন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি: দেশের প্রধানমন্ত্রী ক্ষমা চাইলেন। পাঠক বর্গ অবাক হচ্ছেন না অবাক হওয়ার কিছু নেই আমাদের উপমহাদেশের কোন দেশের প্রধানমন্ত্রী ক্ষমা চান নি। ক্ষমা চেয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী। যদিও ব্রিটেনের এই প্রধানমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত এবং ভারতের জামাই। নাম ঋষি সুনাক।

সূত্রের খবর,চলন্ত গাড়িতে সাময়িক সিটবেল্ট সরানোর জন্য ক্ষমা চেয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তিনি এটিকে ‘ব্রিফ এরর অফ জাজমেন্ট’ বলে উল্লেখ করেছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের মুখপাত্র বলেন, গাড়িতে থাকাকালীন সুনাক অল্প সময়ের জন্য তাঁর সিটবেল্ট সরিয়েছিলেন। প্রধানমন্ত্রী স্বীকার করেছেন, তিনি এটি ভুল করেছেন।

Advertisement

ঋষি সুনাক গতকাল, বৃহস্পতিবার গাড়িতে করে উত্তর-পশ্চিম ইংল্যান্ডের এক গন্তব্যে যান। সেই সময়ে চলন্ত গাড়িতে তিনি অল্প সময়ের জন্য তাঁর সিটবেল্টটি সরিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ার জন্য একটি ভিডিয়ো তোলা হচ্ছিল। সেজন্যই তিনি তাঁর সিটবেল্টটি সাময়িক সরিয়েছিলেন। তবে, বিষয়টি নিয়ে তিনি পরে ভেবে দেখেন যে, সুরক্ষা বা নিরাপত্তার দিক থেকে এটি ঠিক হয়নি। তাঁর বিবেচনায় ত্রুটি হয়েছে স্বীকার করে তাই ক্ষমা চান তিনি।

ব্রিটেনে আসলে যাত্রীরা গাড়িতে থাকাকালীন সিটবেল্ট না পরলে বা খুলে ফেললে তাঁদের জরিমানা দিতে হয়। সঙ্গে সঙ্গে ১০০ পাউন্ড জরিমানা হতে পারে। আর যদি এ-সংক্রান্ত কোনও মামলা আদালতে যায়, তা হলে জরিমানার পরিমাণ ৫০০ পাউন্ড পর্যন্ত হতে পারে! তাই এদেশে সিটবেল্ট পরাটা আবশ্যিক এবং কড়া নিয়ে পর্যবসিত। যা আসলে রোড সেফটির দিক থেকে কাম্যই।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ