জেলা 

মুক্তমন মুক্তচিন্তা’ পত্রিকার নতুন সংখ্যা প্রকাশ

শেয়ার করুন

নিজস্ব সংবাদদাতা:৩ ডিসেম্বর ২০২২ (শনিবার) কলকাতার বঙ্গীয় বিজ্ঞান পরিষদে ‘মুক্তমন মুক্তচিন্তা’ পত্রিকার নতুন সংখ্যা প্রকাশিত হল। বিশিষ্ট চিন্তাবিদ আশীষ লাহিড়ী পত্রিকার নতুন সংখ্যার আবরণ উন্মোচন করেন। মঞ্চে উপস্থিত ছিলেন সুমিত্রা চৌধুরী, দীপককুমার দাঁ, সব্যসাচী চট্টোপাধ্যায়, দেবাশিস ভট্টাচার্য প্রমুখরা। পশ্চিমবঙ্গ না-ধার্মিক মানবতাবাদী মঞ্চের মুখপত্র ‘মুক্তমন মুক্তচিন্তা’ পত্রিকার টিমের অনেকেই এদিন উপস্থিত ছিলেন। পত্রিকার সম্পাদক সব্যসাচী চট্টোপাধ্যায় ছিলেন এদিনের অনুষ্ঠানের অন্যতম আলোচকও। উপস্থিত ছিলেন পত্রিকার সহ-সম্পাদক দীপাঞ্জন দে। এদিনের সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ‘মুক্তমন মুক্তচিন্তা’ পত্রিকার প্রকাশক দীপককুমার দাঁ।

মুক্ত সারস্বত জ্ঞান চর্চার অন্যতম কেন্দ্র গোবরডাঙা গবেষণা পরিষৎ থেকে নিয়মিত যে কয়েকটি লিটল ম্যাগাজিন প্রকাশিত হচ্ছে তার মধ্যে অন্যতম হল যুক্তিবাদী এই ‘মুক্তমন মুক্তচিন্তা’ পত্রিকাটি। এটি একটি ত্রৈমাসিক পত্রিকা। বঙ্গীয় বিজ্ঞান পরিষদে আয়োজিত এদিনের অনুষ্ঠানের মূল আলোচক ছিলেন বিশিষ্ট চিন্তাবিদ আশীষ লাহিড়ী। তাঁর হাত দিয়েই পত্রিকার নতুন সংখ্যাটি প্রকাশ পায়।

Advertisement

এদিন আরো দুজন আলোচক ছিলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক সব্যসাচী চট্টোপাধ্যায় এবং ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির দেবাশিস ভট্টাচার্য। এদিনের পত্রিকা প্রকাশ অনুষ্ঠান সম্পর্কে ‘মুক্তমন মুক্তচিন্তা’-র সহ-সম্পাদক দীপাঞ্জন দে জানান, “পত্রিকার নতুন সংখ্যাটি বেশ ভালো হয়েছে। আমাদের পাঠকেরা পত্রিকা হাতে পেয়ে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। আগামী দিনে মুক্তমন মুক্তচিন্তা আরো বিকশিত হবে আশা করি।”


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ