কলকাতা 

ডিসেম্বরেই চালু হতে চলেছে নিউ গড়িয়া-রুবি, জোকা-তারাতলা মেট্রো পরিষেবা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : ডিসেম্বরের মধ্যেই কলকাতার আর এক প্রান্ত যুক্ত হবে মেট্রো পরিষেবায়। নিউ-গড়িয়া-রুবি মেট্রো চালু খুব শীঘ্রই হয়ে যাবে । অন্যদিকে জোকা-তারাতলা মেট্রোর কাজ আগামী ১০ ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে । মেট্রো চলাচলের উপযুক্ত হয়ে যাবে ।শুধুমাত্র দিল্লি থেকে সংকেত এলেই জোকা-তারাতলা মেট্রো চালু হয়ে যাবে ।

এদিকে নিউ গড়িয়া-রুবি মেট্রো চলাচলের উপযুক্ত কিনা তা পরীক্ষা করার আগামী শুক্রবারের মধ্যে কাজ শেষ হয়ে যাবে । পরিদর্শনে আসতে পারে কমিশনার অফ রেলওয়ে সেফটি বা সিআরএস। মেট্রোসূত্রে খবর, ইতিমধ্যেই তাঁদের ওই লাইন পরিদর্শনের আবেদন জানানো হয়েছে। সঠিক তারিখ না জানালেও চলতি মাসেই তাঁরা আসতে পারেন বলে খবর। তাঁরা লাইন দেখে যাওয়ার পর মতামত জানাবেন। কিছু সমস‌্যা থাকলে তা শুধরে নিয়ে পরিষেবা চালু করে দেওয়া হবে।

Advertisement

নিউ গড়িয়া-রুবি মেট্রোপথে ট্রায়াল রান শেষ হয়েছে ভালভাবেই। দিন পনেরো আগে সিআরএসের জন‌্য আবেদন করে মেট্রো কর্তৃপক্ষ। তবে পাকাপাকিভাবে এখনও জানানো হয়নি কবে আসছে সিআরএস। যদিও এই দুই লাইনই বড়দিনের আগে চালু করে দিতে চাইছে কর্তৃপক্ষ। গড়িয়া-রুবি রুটের পাঁচটি স্টেশনের কাজ পুরোপুরি শেষ। ৫.৪ কিলোমিটার এই রুটে মোট পাঁচটি স্টেশন রয়েছে। স্টেশনগুলির নাম যথাক্রমে কবি সুভাষ, সত্যজিৎ রায়, কবি সুকান্ত, জ্যোতিরিন্দ্র নন্দী, হেমন্ত মুখোপাধ্যায়। মনে করা হচ্ছে, এই অংশে পরিদর্শনের কাজ একদিনেই শেষ করে দেবে সিআরএস। তারপর ফিরে তাঁরা তাঁদের মতামত জানাবে।

কলকাতা মেট্রো কর্তৃপক্ষ মনে করছে ডিসেম্বরের মধ্যেই এই অরেঞ্জ লাইনেও যাত্রী পরিষেবার ছাড়পত্র মিলবে এবং মেট্রোর চাকা গড়াবে। এখন সবটাই নির্ভর করছে রেলওয়ে সেফটি কমিশনারের সিদ্ধান্তের উপর। বড়দিনের উপহার হিসাবে শহরবাসীকে এই দুই মেট্রো উপহার দিতে পারে রেল।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ