প্রচ্ছদ 

চলে গেলেন উত্তরপ্রদেশের ‘নেতাজি’ মুলায়ম সিং যাদব, দলিত মুসলিম জোটের অন্যতম কান্ডারী! শোকের ছায়া ভারতীয় রাজনীতিতে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : আজ সকালে দুঃসংবাদ টা এসেই গেল। ভারতীয় রাজনীতির অন্যতম প্রথম সারির নেতা এবং উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী সমাজবাদী পার্টির  প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব সোমবার সকালে গুরুগ্রাম বেদান্ত হাসপাতালে মারা গেছেন বলে খবর পাওয়া গেছে ।মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম বিগত দু’বছর থেকেই অসুস্থ। গত রবিবার (২ অক্টোবর) অসুস্থতা বাড়ায় তাঁকে গুরুগ্রামের বেদান্ত হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার আরও অবনতি হলে সন্ধ্যায় তাঁকে আইসিইউতে পাঠানো হয়। খবর পেয়েই স্ত্রী ডিম্পলকে নিয়ে হাসপাতালে চলে আসেন ছেলে অখিলেশ। মুলায়মের অন্যান্য কাছের লোকেরাও হাসপাতালে পৌঁছন। সমাজবাদী পার্টির টুইটার হ্যান্ডলে জানানো হয়, ‘নেতাজি’র অবস্থা স্থিতিশীল। সোমবার থেকে আরও অবনতি হয় মুলায়মের শারীরিক অবস্থার। বৃহস্পতিবার হাসপাতালের তরফে জানানো হয়, তাঁর অবস্থা সঙ্কটজনক। তার পরে পরিস্থিতির আর উন্নতি হয়নি। সোমবার সকালে ওই হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করলেন তিনি।

Advertisement

তিন দফায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন মুলায়ম। ১৯৮৯ থেকে ১৯৯১, ১৯৯৩ থেকে ১৯৯৫ এবং ২০০৩ থেকে ২০০৭। ১৯৯৬ থেকে ১৯৯৮ পর্যন্ত তিনি ছিলেন কেন্দ্রের দেবেগৌড়া সরকারের প্রতিরক্ষামন্ত্রী। ১৯৯৬ সালে প্রথম বার সাংসদ হন। ২০০৪ সালে মুখ্যমন্ত্রিত্বের কারণে লোকসভা ভোটে দাঁড়াননি। ২০০৯ সাল থেকে আমৃত্যু সংসদের সদস্য ছিলেন উত্তরপ্রদেশের রাজনীতিতে ‘নেতাজি’ বলে পরিচিত যাদব নেতা।

ভারতীয় রাজনীতিতে জয়প্রকাশ নারায়ণের শিষ্য বলে পরিচিত ছিলেন মুলায়ম সিং যাদব। ইন্দিরা গান্ধীর স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে রাজনীতির ময়দানে লোকনায়ক জয় প্রকাশ নারায়ণের নেতৃত্বে সমগ্র দেশ জুড়ে যে আন্দোলন সংঘটিত হয়েছিল সেই আন্দোলনের মঞ্চ থেকে তিন নতুন নেতার জন্ম হয়। এই তিন নেতা হলেন মুলায়ম সিং যাদব, লালু প্রসাদ যাদব এবং নীতিশ কুমার। পরবর্তীকালে মুলায়ম সিং যাদব উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি তৈরি করে দলিত মুসলিম ঐক্য জোট গড়ে তোলার চেষ্টা করেছিলেন এবং সেই চেষ্টায় তিনি সফল হন পরপর তিনবার তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদ অলংকৃত করেছিলেন। একইসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রিসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তিনি মন্ত্রিত্ব করেছেন শেষ জীবন পর্যন্ত তিনি সংসদের সদস্য ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ,রাহুল গান্ধী ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব গভীর শোক ব্যক্ত করেছেন।

মুলায়ম সিং যাদব এক রাজনৈতিক সন্ধিক্ষণের ভারতীয় রাজনীতিতে আবির্ভূত হয়েছিলেন এবং সফল হয়েছিলেন। তাঁর এই অবদান স্বাধীন ভারতের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে রাজনৈতিক মহল মনে করছে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ