কলকাতা 

গরু পাচার মামলায় সিআইডির নজরে এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ?

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : কয়লা পাচার ও গরু পাচার মামলায় সিবিআই ইডি যেভাবে তদন্ত করছে তাতে তৃণমূল কংগ্রেসের অনেক বড় বড় নেতা নিশানায় পড়েছে ।  এই অবস্থায় হঠাৎ আসরে নেমেছে সিআইডি । সিআইডি ইতিমধ্যে গরু পাচার মামলায় গ্রেপতার করেছে এনামূল ঘনিষ্ঠ ব্যবসায়ী জেনারুল শেখকে । তিনি আবার সোনার বাংলা হোটেলের মালিক । তৃণমূলে থাকাকালীন সময়ে এই সোনার বাংলা হোটেলে নিয়মিত যেতেন শুভেন্দু অধিকারী বলে অভিযোগ । আর এই অভিযোগ খতিয়ে দেখতে এবার নাকি সিআইডি তৎপর হয়েছে ।

২০১৯ সালে শুভেন্দুর জন্য কোথায় কোথায় নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছিল, মুর্শিদাবাদের (Mueshidabad) পুলিশ সুপারের কাছে সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য চেয়ে চিঠি দিল সিআইডি (CID)।২০১৯ সালের গরুপাচার মামলায় তৎপরতা বাড়িয়েছে সিআইডি। চলছে ধরপাকড়ও। এবার সেই তদন্তে নেমে রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তথ্য তলব করল তদন্তকারী সংস্থা। উল্লেখ্য, ২০১৯ সাল পর্যন্ত মুশিদাবাদ তৃণমূলের পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন শুভেন্দু। সেই পদে থাকাকালীন তিনি কোথায় কোথায় গিয়েছেন, ক্রমানুসারে সেই তথ্য চেয়েছে সিআইডি। স্বাভাবকিভাবেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisement

উল্লেখ্য, গত রবিবার এনামুল ঘনিষ্ঠ ব্যবসায়ী জেনারুখ শেখকে মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার করে সিআইডি। এরপর একাধিক পঞ্চায়েত প্রধানকে রঘুনাথগঞ্জে ডেকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারী সংস্থা। সেই সূত্র ধরে এনামুল ঘনিষ্ঠ আলম শেখের নাম উঠে আসে। এরপর তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে বেশকিছু নথিপত্র বাজেয়াপ্ত করে সিআইডি। আবার মুর্শিদাবাদের যে হোটেল থেকে গরুপাচার হত, সেই হোটেলও সিল করে দেওয়া হয়। জেরাপর্বে এনামুলের ভাগ্নে পিন্টু শেখের হদিশ মেলে। রঘুনাথগঞ্জের তাঁদের দু’টি চালকল সিল করে দেওয়া হয়। মনে করা হচ্ছে, জেনারুল-সহ একাধিক সন্দেহভাজনদের জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতেই বর্তমান বিজেপি বিধায়কের গতিবিধি সংক্রান্ত তথ্য তলব করল রাজ্যের তদন্তকারী সংস্থা।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ