কলকাতা 

রাহুলের টি-শার্ট নিয়ে কটাক্ষ করতে গিয়ে ব্যাকফুটে বিজেপি ! এবার বিজেপি ও আরএসএসকে একযোগে আক্রমণ করলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র, কী বললেন? তিনি জানতে হলে ক্লিক করুন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : সম্প্রতি ভারতজোড়া কর্মসূচিতে অংশ নিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী । তিনি নাকি ৪১ হাজার টাকা দামী টি-শার্ট পড়েছেন বলে বিজেপির নেতারা মন্তব্য করেছেন । আর মন্তব্য করার পরেই বিজেপি দলের প্রথম সারির নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে সব নেতাদের পোশাকের ফিরিস্তি দিতে শুরু করে কংগ্রেস । কংগ্রেস আইটি একের পর এক পোষ্ট করে বিজেপি নেতা মন্ত্রী সাংসদ বিধায়কদের পোশাক এবং তা যা যা পড়েন তার বিবরণ দিয়ে একইসঙ্গে আক্রমণ করে শুরু করে । এরপরে বেজায় অস্বস্তিতে পড়ে যান স্বয়ং মোদী থেকে শুরু করে বিজেপির তাবড় তাবড় নেতারা ।

শুধু এখানেই শেষ নয়, একইসঙ্গে বিরোধী দলগুলিও বিজেপিকে এই ইস্যুতে আক্রমণ শুরু করে। ফলে রাহুলকে আক্রমণ করতে গিয়ে বিজেপিকে ঢোক গিলতে হচ্ছে । এদিকে রাহুলের পোশাক ইস্যুতে বিজেপিকে আক্রমণ করলেন কৃষ্ণনগরের বিধায়ক মহুয়া মৈত্র ।

Advertisement

তৃণমূল সাংসদ শনিবার রাতে এক টুইটে বলেছেন, বিজেপিকে (BJP) সত্যি সত্যিই পরামর্শ দিচ্ছি, সীমা ছাড়াবেন না। কারও ব্যক্তিগত পোশাক বা অন্য কিছু নিয়ে মন্তব্য করবেন না। বিজেপি সাংসদরা যেসব ঘড়ি, পেন, আংটি, জামাকাপড় ব্যবহার করেন, সেসব নিয়ে কথা বললে আপনারাই পার পাবেন না। আরেকটি টুইটে আবার তাঁর নিশানা ছিল আরএসএস। এবারে মহুয়া (Mohua Moitra) বলেন, “ব্যাগ বা টি-শার্টের কথা ভুলে যান। এমনিতেই ভারতীয়রা খাকি হাফপ্যান্টের মূল্য চোকাতে গিয়ে হিমশিম খাচ্ছে।”

শনিবার মহুয়া টুইটারে লেখেন, “অতএব, বিজেপির বাংলার ইনচার্জ এবার কর্তব‌্যরানি এক্সপ্রেসে শিয়ালদহ আসবেন এবং কর্তব‌্য কচুরী আর কর্তব‌্যভোগ খাবেন।” অর্থাৎ, তাঁর প্রশ্ন সবকিছু থেকে ‘রাজ’ শব্দটি বাদ দেওয়া হলে কী হবে এবং সেটা কতটা অবাস্তব সিদ্ধান্ত সেটা বোঝানোর চেষ্টা করেছেন মহুয়া।সম্প্রতি রাজপথের নাম বদলে ‘কর্তব‌্যপথ’ করেছে কেন্দ্র। ৬ সেপ্টেম্বর কর্তব্যপথ ইস্যুতে টুইটে মহুয়া লেখেন, “আশা করি ওঁরা নতুন প্রধানমন্ত্রীর বাসভবনের নাম বদলে কিংকর্তব্যবিমূঢ় মঠ করে দেবেন।”


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ