‘মহার্ঘ ভাতা রাজ্য সরকারি কর্মচারীদের ন্যায়সঙ্গত অধিকার’ আদালতে স্বীকার করে নিল রাজ্য, তবে ডি এ মামলার রায়ের পুনর্বিবেচনা চায় নবান্ন, দুই পক্ষের সওয়াল জবাব শেষে রায়দান স্থগিত রাখল আদালত
বাংলার জনরব ডেস্ক : মহার্ঘ ভাতা রাজ্য সরকারি কর্মীদের ন্যায়সঙ্গত অধিকার বলে কলকাতা হাইকোর্টে স্বীকার করে নিলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। আজ শুক্রবার কলকাতা হাইকোর্টে মহার্ঘ ভাতা নিয়ে আদালতের যে রায় দিয়েছিল তার পুনর্বিবেচনা করার জন্য রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের কাছে যে আবেদন করেছিল সেই আবেদনের শুনানি হয়। শুনানিতে অংশ নিয়ে রাজ্যের পক্ষে অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় তিন মাসের মধ্যে ডি.এ রাজ্য সরকারি কর্মচারীদের মিটিয়ে দেওয়ার জন্য যে নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছিল তা পুনরায় বিবেচনা করার জন্য অনুরোধ করেন।
এরপর রাজ্য সরকারি কর্মচারীদের বক্তব্য কলকাতা হাইকোর্টের ২ বিচারপতি শুনেন ।তবে রায়দান স্থগিত রেখেছে হাই কোর্টের বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের বেঞ্চ।
এর আগে হাই কোর্টে রাজ্য সরকার মেনে নিয়েছিল, মহার্ঘ ভাতা কর্মীদের ন্যায়সঙ্গত অধিকার। ‘রোপা রুল’ মেনে ইতিমধ্যে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা মিটিয়েও দেওয়া হয়েছে বলে রাজ্য দাবি করে। তবে কেন্দ্রীয় হারে (৩১ শতাংশ) হাই কোর্ট মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার যে নির্দেশ দিয়েছে, তা পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়।
বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের বেঞ্চ তিন মাসের মধ্যে কেন্দ্রীয় হারে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল। সেই হার ৩১ শতাংশ। গত ১৯ অগস্ট সেই তিন মাসের সময়সীমা শেষ হয়ে যায়। তার মধ্যেই রায় পুনর্বিবেচনার আর্জি জানায় রাজ্য সরকার।