কলকাতা 

পশ্চিমবঙ্গ শিক্ষক প্রশিক্ষণ শিক্ষা পরিকল্পনা ও প্রশাসন বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে জাতীয় শিক্ষক দিবস পালন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নায়ীমুল হকের প্রতিবেদন: ‘আমাদের সমাজে শিক্ষার সরঞ্জাম বহু গড়ে দেওয়া যায়, কিন্তু একজন শিক্ষিত মানুষ গড়ে তোলা বেশ কঠিন কাজ।’ কত দুরদৃষ্টি সম্পন্ন মানুষ হলে ১০০ বছরেরও অধিক কাল পূর্বে এরকম কথা বলে যাওয়া যায়। তিনি আর কেউ নন, স্বয়ং ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ড সর্বপল্লী রাধাকৃষ্ণণ। যাঁর জন্মদিনে পালিত হয় জাতীয় শিক্ষক দিবস। এই দিনটিতে প্রিয় ছাত্র-ছাত্রীরা সকলে মিলে অত্যন্ত ভক্তিভরে শ্রদ্ধা জানায় তাদের শিক্ষাগুরুকে, শিক্ষকেরাও মগ্ন হন আত্মবিশ্লেষণে। অতি সম্প্রতি তেমন-ই এক শিক্ষক দিবসের অনুষ্ঠান পালিত হয়ে গেল পশ্চিমবঙ্গ শিক্ষক প্রশিক্ষণ শিক্ষা পরিকল্পনা ও প্রশাসন বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে।

ইনস্টিটিউট অফ এডভান্সড স্টাডিজ ইন এডুকেশন অডিটোরিয়ামের ফিতে কেটে এদিনের অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উপস্থিত ছিলেন উপাচার্য ড.সোমা বন্দ্যোপাধ্যায়, পরীক্ষা নিয়ামক ড.অমিত ভট্টাচার্য, নিবন্ধক কুনাল ঝাঁ, সহ-নিবন্ধক স্বপন কুমার রাহা, অর্থ সম্বন্ধীয় আধিকারিক অভিজিৎ বিশ্বাস প্রমূখ।

Advertisement

এদিন শিক্ষক দিবস নিয়ে আলোচনা করতে গিয়ে উপাচার্য ড.সোমা বন্দ্যোপাধ্যায় বলেন ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণ ছিলেন দেশের উপরাষ্ট্রপতি, রাষ্ট্রপতি এবং ভারতরত্ন। সর্বোপরি তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষক। বহুদিন তিনি অধ্যাপক হিসেবে শিক্ষাদান করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে। তিনি বলেন, আজ গর্বের সঙ্গে সেই দিনের কথা আমরা স্মরণ করছি। তিনি যখন অধ্যাপনা করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে, তখন তিনি নিয়মিত ডেভিড হেয়ার ট্রেনিং কলেজের লাইব্রেরিতে আসতেন। বিশেষ পড়াশোনা ও গবেষণার কাজে ঘন্টার পর ঘন্টা কাটিয়েছেন তিনি এই লাইব্রেরিতে। এখনো তাঁর ব্যবহৃত টেবিল এখানে আছে।

এরপর পৌরাণিক কাহিনির মাধ্যমে বিশেষ এই দিনটির তাৎপর্য তুলে ধরেন ড. অমিত ভট্টাচার্য।

এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশগ্রহণ করেন অধ্যাপক-অধ্যাপিকারা ছাত্র-ছাত্রীদের সঙ্গে।

জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে এই অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের সঙ্গে শিক্ষক-শিক্ষিকার আদর্শ সম্পর্কের কথা মনে থাকবে বহুদিন।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ