জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

কৃষ্ণনগর গ্রেস কটেজ থেকে বাঁধন সেনগুপ্তকে দেওয়া হল নজরুল সম্মান

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি: কাজী নজরুল ইসলামের স্মৃতিধন্য একটি বাসভবন হল কৃষ্ণনগরের গ্রেস কটেজ। বর্তমানে এটি পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত একটি হেরিটেজ ভবন। এই বাড়িটিতেই কাজী নজরুল ইসলাম প্রায় আড়াই বছর ১৯২৬ থেকে ১৯২৮ সাল পর্যন্ত বসবাস করতেন। কৃষ্ণনগরের সঙ্গে নজরুলের বহু স্মৃতি জড়িয়ে রয়েছে। কৃষ্ণনগর গ্রেস কটেজ কর্তৃপক্ষ এই বছর ২০২২ সাল থেকে প্রথম নজরুল সম্মান দেওয়া শুরু করল। সূচনা বর্ষে ‘গ্রেস কটেজ নজরুল সম্মান’ পেলেন স্বনামধন্য লেখক ড. বাঁধন সেনগুপ্ত। ৪ঠা সেপ্টেম্বর ২০২২, রবিবার বাঁধন সেনগুপ্তের হাতে ‘গ্রেস কটেজ নজরুল সম্মান’ তুলে দেওয়া হয়।

বাঁধন সেনগুপ্ত একজন নজরুল গবেষক হিসেবেই অধিক মানুষের কাছে পরিচিত। নজরুলকে নিয়ে একাধিক গ্রন্থের রচয়িতা ড. বাঁধন সেনগুপ্ত ইতিপূর্বে একাধিক পুরস্কার অর্জন করেছেন। প্রবীণ নজরুল গবেষক বাঁধন সেনগুপ্ত এদিন নজরুল সম্মান নিতে সশরীরে হাজির ছিলেন গ্রেস কটেজে। শুধু তাই নয়, নজরুল সম্মান অর্জনের পর তিনি নজরুলের বসত ঘরে উপস্থিত শ্রোতা মন্ডলীর সামনে দীর্ঘ বক্তব্যও রাখেন। নজরুল সম্পর্কে নানা অজানা কথা জানান। পাশাপাশি প্রথম ‘গ্রেস কটেজ নজরুল সম্মান’ প্রাপক হিসেবে তাঁকে মনোনীত করার জন্য গ্রেস কটেজ কর্তৃপক্ষের প্রতি তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।

Advertisement

গ্রেস কটেজের পক্ষ থেকে দীপাঞ্জন দে এদিনের আয়োজন সম্পর্কে জানান, “গ্রেস কটেজ নজরুল সম্মান হল সুজন বাসরের এক আন্তরিক প্রয়াস। আমরা এই সম্মান ড. বাঁধন সেনগুপ্তর মতো নজরুল গবেষকের হাতে তুলে দিতে পেরে খুবই আপ্লুত।”


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ