জেলা 

আল আমিন মিল্লি মিশনে অভিভাবক সভা ও দোয়ার মজলিস

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : আল আমিন মিল্লি মিশনে অভিভাবক সভা ও দোয়ায়ে মাগফিরাতের অনুষ্ঠান গত ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হলো। তেলাওয়াতে কোরআনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় । অনুষ্ঠানের যিনি পরিচালনা করেন মিশনের শিক্ষক জনাব ফারহাদ সাহেব।

মিশনের সাধারণ সম্পাদক মাওলনা মহ আব্দুল ওহাব সুদীর্ঘ সময় নিয়ে মিশনের জন্মলগ্ন হতে আজ অবধি কিভাবে মিশনটি প্রতিষ্ঠিত হলো সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করেন তিনি বলেন যে মানুষের সদিচ্ছা থাকলে ভালো নিয়ত থাকলে আল্লাহ স্বয়ং তার সহায়তা করেন। বিশেষ করে মুসলিম সমাজের মানুষজন অপচয় করতে কোনো দ্বিধা করেন না কিন্তু শিক্ষা ক্ষেত্রে বা সমাজের উন্নয়ন মূলক কাজ করতে পয়সা খরচ করার ইচ্ছা কম দেখা যায় । সেই সঙ্গে ছাত্রদের কে লক্ষ্য করে বলেন যে ছাত্র রা যদি ঠিক মতোন পড়াশোনা করে তাহলে নিশ্চয় তারা একদিন দেশের সুশিক্ষিত ও সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে এর পিছনে শিক্ষকদের ভূমিকার সাথে সাথে অভিভাবক ও অভিভাবিকাদের বিশেষ ভূমিকা পালন করতে হবে । এখানে অল্প সময়ের মধ্যে এই মিশনের ছাত্ররা খুব সুন্দর ফলাফল করছে। আশা করি আগামী দিনে এই মিশন পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম স্থান অধিকার করতে পারে।

Advertisement

অভিভাবক অভিভাবিকাদের দিকে লক্ষ্য করে বলেন যে আপনাদের চিন্তা পরামর্শ বা কোনো মতামত যদি দেন তাহলে মিশনের কাজ আরো ত্বরান্বিত হবে। যার ফলে কিছু অভিভাবক ও অভিভাবিকা তারা তাদের মতামত আরোপ করেন এবং মিশনের ভুয়সী প্রশংসা করেন। মিশনের প্রধান শিক্ষক মহ আব্দুল গাফফার তিনি অভিভাবক অভিভাবিকাদের দিকে লক্ষ্য করে বলেন যে, আপনাদের কাছে অনুরোধ হলো এই যে অনুগ্রহ করে রবিবার ছাড়া অন্যদিন ছুটির আবেদন করবেন না এবং যখন তখন কোনো বাড়ির অনুষ্ঠানের জন্য ছাত্রদের ছুটি চেয়ে পড়াশোনায় বিঘ্নিত ঘটাবেন না। এতে ছাত্রদের পড়াশোনা চরম ক্ষতি হয়। এরপর মিশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম মহ মনিরুজ্জামান সাহেবের জন্য বিশেষ দোয়ায়ে মাগফিরাত করা হয়। শেষ দোয়া করেন মিশনের সম্পাদক মওলানা মহ আব্দুল ওহাব।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ