কলকাতা 

রাজভবনে মলয়ের বাসভবন সহ লেক গার্ডেনের বাড়িতেও চলছে সিবিআই তল্লাশি, মন্ত্রীকে জেরা করছেন সিবিআই আধিকারিকরা, কয়লা পাচার মামলায় কী গ্রেফতার মলয়?

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আজ বুধবার সকাল থেকে মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে সিবিআই হানা। সকাল ৯টা নাগাদ আসানসোলের বাড়ীতে সিবিআই তল্লাশির খবর আসার কিছুক্ষণ পরেই জানা যায় এবার মন্ত্রীর রাজভবনের আবাসনেও সিবিআই পৌছে গেছে। আর সেখানে মন্ত্রী মলয় ঘটক স্বয়ং উপস্থিত আছেন। মন্ত্রীকে কয়লা পাচার মামলায় সিবিআই আধিকারিকরা জেরা করছেন বলে জানা গেছে। সম্ভবত মন্ত্রী মলয় ঘটককে গ্রেফতার করা হতে পারে।

রাজভবনের ক্যাম্পাসে মন্ত্রীদের থাকার জায়গা ওই আবাসন। বুধবার সকাল সওয়া ৮টা নাগাদ সেখানে পৌঁছয় সিবিআই। মোট ছ’টি গাড়িতে চেপে সেখানে পৌঁছন গোয়েন্দারা। সঙ্গে ছিল সিআরপিএফ জওয়ানের দল। সেই থেকে এখনও আবাসনের ভিতরেই রয়েছে সিবিআই। ভিতরে রয়েছেন মলয়ও। গোয়েন্দারা তাঁর সঙ্গে কথা বলছেন বলে জানা গিয়েছে।

Advertisement

এ দিকে মন্ত্রীদের আবাসনের বাইরে আঁটোসাটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না কাউকে। মলয়, তাঁর নিরাপত্তারক্ষী এবং সিবিআই আধিকারিকরাই শুধু ভিতরে রয়েছেন। বাইরে মোতায়েন সিআরপিএফ জওয়ানের দল।

এর আগে কয়লাপাচার কাণ্ডে মলয়কে তলব করা হয়। ওই মামলায় এখনও পর্যন্ত বেশ কয়েক জনকে হেফাজতে নিয়েছে সিবিআই। আরও অনেক জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেই সূত্র ধরেই মলয়ের বাড়িতে এ দিন সিবিআই এসে পৌঁছেছে বলে সূত্রের খবর।

বুধবার সকাল থেকে কয়লাপাচারকাণ্ডে সক্রিয় সিবিআই। এ দিন আসানসোলে মলয়ের তিনটি বাড়িতে তল্লাশি শুরু হয় সকাল থেকে। কলকাতার লেক গার্ডেন্সে মলয়ের বাড়িতেও তল্লাশি শুরু হয় কিছু ক্ষণ পরই। লেক গার্ডেন্সেই পাশের একটি বাড়িতেও তল্লাশি চলছে। আসানসোলে গোটা বাড়ি ঘিরে ফেলা হয় কেন্দ্রীয় বাহিনী দিয়ে। সিবিআই যাওয়ার খবর পেয়ে আসানসোল থানার এক অফিসার যান ঘটনাস্থলে।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ