দেশ 

আস্থা ভোট জিতে মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন বললেন ‘‘আমরা শুনেছি লোকে জামাকাপড় কেনে, রেশন কেনে,বিজেপি শুধু মাত্র বিধায়ক কেনে’’

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক: শেষ পর্যন্ত ঝাড়খণ্ডে (Jharkhand) আস্থা ভোট জিতে সরকার টিকিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন। এদিন ঝাড়খণ্ড বিধানসভার (Jharkhand Assembly) বিশেষ অধিবেশনে ৮১টির ৪৮টি ভোট পায় ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চা-কংগ্রেস জোট। এদিন বিধানসভা থেকে ‘ওয়াক আউট’ করে বিজেপি।

ঝাড়খণ্ডের জনমুক্তি মোর্চা-কংগ্রেসের জোট সরকারকে ভেঙে ফেলার চেষ্টা করছে বিজেপি, এমনটাই অভিযোগ এনেছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। এদিনই হেমন্ত মন্তব্য করেন, ‘‘আমরা শুনেছি লোকে জামাকাপড় কেনে, রেশন কেনে। বিজেপি শুধু মাত্র বিধায়ক কেনে।’’ ৮১ সদস্যের বিধানসভায় মধ্যে হেমন্ত সরকারের সমর্থনে ৪৮টি ভোট পড়ে। জানা গিয়েছে, ঝাড়খণ্ড বিধানসভায় এদিনের বিশেষ অধিবেশনে গোটা সময়ে দুর্নীতির প্রসঙ্গ তুলে হেমন্ত সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সরব হন বিজেপি বিধায়করা। একটা সময় তাঁরা ওয়াকআউট করেন।

Advertisement

অন্যদিকে ভোটের আগে হেমন্ত সোরেন বলেন, নির্বাচনে জেতার জন্য দাঙ্গায় ইন্ধন দিয়ে দেশে “গৃহযুদ্ধের মতো পরিস্থিতি” তৈরি করার চেষ্টা করছে বিজেপি। তিনি আরও অভিযোগ করেন, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তাঁর সরকার ফেলতে জন্য ঝাড়খণ্ডের বিধায়ক কেনার চেষ্টা করেন।

বিজেপিকে আক্রমণ করে সোরেন বলেন, ‘‘বিরোধীরা গণতন্ত্র ধ্বংস করেছে। বিধায়ক কেনাবেচার খেলায় মেতে রয়েছে বিজেপি…বিধানসভায় আমরা শক্তিপ্রদর্শন করব।’’

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ