প্রচ্ছদ 

তৃনমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি কোনো কড়া পদক্ষেপ নেওয়া যাবে না, বিদেশ যাত্রাতেও বাধা নেই জানিয়ে দিল সুপ্রীম কোর্ট

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : তৃনমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখনই কোনো ভাবে তাঁর প্রতি কড়া পদক্ষেপ করা যাবে না বলে আজ সুপ্রীম কোর্ট স্পস্ট জানিয়ে দিয়েছে।সোমবার শীর্ষ আদালত ইডিকে জানিয়েছে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না। এমনকি তাঁর চিকিৎসার জন্য দুবাই যাওয়ার ক্ষেত্রেও কোনও বাধা নেই।

অভিষেকের বিরুদ্ধে তদন্ত সংক্রান্ত মামলায় সোমবার পর্যন্ত কোনও কড়া পদক্ষেপ করা হবে না বলে জানিয়েছিল সুপ্রিম কোর্ট। তবে সেই রক্ষাকবচের মেয়াদ আরও বাড়বে কি না তা নিয়েই ছিল প্রশ্ন। কেন না, রক্ষাকবচ বাড়লে আগামী দিনেও অভিষেকের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না ইডি। তা না হলে কয়লাপাচার-কাণ্ডের তদন্তকারী কেন্দ্রীয় সংস্থা ইডি অভিষেকের বিরুদ্ধে প্রয়োজনমতো পদক্ষেপ করতে পারবে। সোমবার অবশ্য আদালত স্পষ্ট করে দিয়েছে, অভিষেকের রক্ষাকবচ বজায় থাকছে। তার বিরুদ্ধ কড়া ব্যবস্থা আপাতত নিতে পারছে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।

Advertisement

এর পরেই ইডি অভিষেকের বিরুদ্ধে যাতে কোনও কড়া পদক্ষেপ না করে সেই মর্মে রক্ষাকবচ চেয়ে মামলা হয় সুপ্রিম কোর্টে। গত শুক্রবার যার মেয়াদ বাড়িয়ে ৫ সেপ্টেম্বর পর্যন্ত করেছিল শীর্ষ আদালত। যার পরবর্তী শুনানি ছিল সোমবার।

তবে সোমবার এই রক্ষাকবচের মামলাটির পাশাপাশি আরও একটি আবেদনের শুনানি হয় আদালতে। অভিষেকের দুবাইয়ে চিকিৎসা করতে যাওয়ার মামলাটিও ছিল আদালতে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ