কলকাতা 

এবার শিক্ষক দিবসের অনুষ্ঠানে গুণী শিক্ষকদের সম্মাননা জ্ঞাপন এবং মন:সংযোগ নিয়ে বিশেষ আলাপচারিতা করতে চলেছে অনুসন্ধান কলকাতা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নায়ীমুল হকের প্রতিবেদন:শিক্ষকতা নেহাতই চাকরি নয়, বরং এক পবিত্র কর্তব্য। মানুষ গড়ার এই বিশাল দায়িত্ব নিয়ে যাঁরা দাঁতে দাঁত চেপে বিভিন্ন প্রলোভন উপেক্ষা করে আদর্শ নিজের জীবনে প্রতিফলন ঘটিয়েছেন এবং শিক্ষার্থীদের মধ্যে সঞ্চারণ ঘটাচ্ছেন, সেই সমস্ত গুণী শিক্ষকদের সামনে নতজানু হওয়ার দিন ‘শিক্ষক দিবস’। ছাত্র-ছাত্রীদের সামনে এই সমস্ত শিক্ষক-শিক্ষিকাদের সম্মাননা জানানোর এক সংক্ষিপ্ত আয়োজন হয়েছে শিক্ষক দিবসের সন্ধ্যায় অনুসন্ধান কলকাতার উদ্যোগে। অনুষ্ঠান হবে অনলাইনে ঠিক সন্ধ্যা সাতটায়। তিন প্রজন্মের গুণী তিনজন মাস্টারমশাই সেই আসরে অংশ নিয়ে শোনাবেন তাঁদের মনের জমানো কিছু কথা। শুনবে শিক্ষার্থীরা, থাকবেন তাদের অভিভাবকেরা আর অবশ্যই শিক্ষক-শিক্ষিকারা। গুণী সেই তিন জন শিক্ষক-শিক্ষিকা হলেন, মুর্শিদাবাদের প্রবীণ শিক্ষাবিদ বেলডাঙ্গা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সনৎ কর, বিশিষ্ট বিজ্ঞানী কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের প্রধান অধ্যাপক এণা রায় বন্দ্যোপাধ্যায় এবং দুর্গাপুর জিমুয়া ভাদুবালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সুলেখক জইনুল হক।

                          অধ্যাপক শুভময় মৈত্র

Advertisement

এদিন শিক্ষক দিবস উপলক্ষে বরেণ্য শিক্ষকদের কলমে উঠে আসা বিভিন্ন আঙ্গিকে লেখনী নিয়ে প্রকাশিত হবে ই-ম্যাগাজিন। প্রকাশ করবেন পত্রিকার সম্পাদক বারাসাত মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক শেখ আলী আহসান।

শিক্ষক দিবস উপলক্ষে অনুষ্ঠানের আরেকটি আকর্ষণীয় বিষয় হলো মন:সংযোগ নিয়ে এক আকর্ষণীয় আলাপচারিতা।

                   ড. গৌতম বন্দোপাধ্যায়

বিশেষ করে অতিমারির পর সন্তানের মোবাইল ব্যবহার এবং মন:সংযোগ নিয়ে মা-বাবাদের চিন্তা অতিমাত্রায় বৃদ্ধি পেয়েছে। এই সমস্যার কথা মাথায় রেখে এবার শিক্ষক দিবসে অনুসন্ধান কলকাতা অনলাইনে এই বিশেষ আলাপচারিতার আয়োজন করতে চলেছে। মন:সংযোগ নিয়ে এই আলাপচারিতায় মূলত আলোচনা হবে তিনটি পর্বে। কী করলে মন:সংযোগ বাড়ে, মন:সংযোগ হারায়-ই বা কিসে কিসে, মন:সংযোগ বাড়াতে মা-দিদিমাদের দাওয়াই কী ছিল। এসব নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেমিনারে আলোচনায় অংশ নেবেন ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউট এর বিশিষ্ট অধ্যাপক ড.শুভময় মৈত্র, তরুণ চিকিৎসক ডা.শাহিন ইশা এবং সভাপতিত্ব করবেন ন্যাশনাল মেডিকেল কলেজের বিশিষ্ট মনোবিদ অধ্যাপক ডা.গৌতম বন্দ্যোপাধ্যায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশিষ্ট শিক্ষাবিদ ড.অমলেন্দু বসু, ধন্যবাদ জ্ঞাপন করবেন বিশিষ্ট কৃষি বিজ্ঞানী অধ্যাপক মতিয়ার রহমান খান, সংগীত পরিবেশন করবেন রাজহাটি হাই স্কুলের প্রধান শিক্ষক নভেন্দু সামন্ত। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে বিজড়া হাই স্কুলের প্রধান শিক্ষক ও বিশিষ্ট লেখক কাজী নিজাম উদ্দিন এবং বিশিষ্ট শিক্ষক সাহাবুল ইসলাম গাজী ও গৌরাঙ্গ সরখেল ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ