দেশ 

গাড়ি দুর্ঘটনায় মারা গেলেন টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি সাইরাস মিস্ত্রি

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : গাড়ি দুর্ঘটনায় মারা গেলেন টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান এবং বিশিষ্ট শিল্পপতি সাইরাস মিস্ত্রি। তাঁর বয়স হয়েছিল মাত্র ৫৪ বছর।মহারাষ্ট্রের পালঘরে তাঁর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিল বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত পাওয়া খবরে রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে সাইরাসের গাড়ি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি টাটা গ্রুপের চেয়ারম্যান। ওই গাড়িতে মোট চারজন সওয়ারি ছিলেন বলে জানা গিয়েছে।

২০১২ সালের ডিসেম্বরে টাটা সন্সের এগজিকিউটিভ চেয়ারম্যান নিযুক্ত হয়েছিলেন সাপুরজি-পালনজি পরিবারের সদস্য সাইরাস মিস্ত্রি। তিনি ছিলেন টাটার ষষ্ঠ চেয়ারম্যান। তিনিই সংস্থার দ্বিতীয় চেয়ারম্যান যাঁর পদবি টাটা ছিল না। ২০১৬ সালে তাঁকে সেই পদ থেকে সরানোর সিদ্ধান্ত নেয় সংস্থার বোর্ড অব ডিরেক্টর্স।

Advertisement

দেশের এই বিশিষ্ট শিল্পপতির অকাল প্রয়াণে শোক নেমে এসেছে। একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব সাংসদ বিধায়ক সাইরাস মিস্ত্রির মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করেছেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, সাংসদ সুপ্রিয়া সোলে, শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে এন সি পি নেতা শারদ পাওয়ার গভীর শোক প্রকাশ করেছেন।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ