জেলা 

জীবিত গরুকে মৃত হিসাবে দেখিয়ে বাংলাদেশে পাচার করার মূল পান্ডা জানেরুল শেখকে গ্রেফতার করল সিআইডি, সিবিআইয়ের তৎপরতার সঙ্গে সিআইডির অতি সক্রিয়তার নেপথ্য কাহিনী জানতে হলে ক্লিক করুন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : গরু পাচার কাণ্ডের আরেকটি মামলায় এবার সিআইডির হাতে গ্রেফতার হলেন এনামুল ঘনিষ্ঠ জানেরুল শেখ।শনিবার সন্ধ্যায় ওই ব্যক্তিকে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের এলআইসি মোড় থেকে গ্রেফতার করে সি আই ডি। রবিবার ধৃতকে বহরমপুরে সিআইডির বিশেষ আদালতে তোলা হলে বিচারক তাঁকে ১৪ দিনের হেফাজতের নির্দেশ দেন।

সিআইডি সূত্রে খবর, বিএসএফের হাতে ধরা পড়া দাবিহীন গরু ‘মৃত’ দেখিয়ে পাচার করা হত। তাতে বিএসএফের সঙ্গে রাজ্য পুলিশের কয়েক জনের যোগাযোগের প্রধান মাধ্যম ছিলেন এই জানেরুল। বিএসএফের উচ্চপর্যায়ের কর্তাদের সঙ্গে রাজ্য পুলিশের সমন্বয় তৈরি করতেন এনামুল-ঘনিষ্ঠ ওই ব্যক্তি।

ঘটনার সূত্রপাত ২০১৯ সালে। রঘুনাথগঞ্জ সীমান্তে সে বার প্রায় ১৯০০ গরু আটক করে বিএসএফ। এর বেশ কিছু দিনের মধ্যে ওই গরুগুলি রাজ্য পুলিশকে হস্তান্তর করে তারা। রাজ্য পুলিশ তাদের অধীনস্থ সীমান্তবর্তী এলাকার তাদের নিয়ন্ত্রণে থাকা সিমুলিয়া গ্রামের একটি খোঁয়াড়ে গরুগুলিকে মজুদ করে রাখে। স্থানীয় সূত্রে খবর, এই খোয়ার মালিক এনামুলের অত্যন্ত ঘনিষ্ঠ।

সূত্রের খবর, পুলিশ সরকারি ভাবে ওই গরুগুলিকে ‘মৃত’ বলে দেখিয়েছে। বিএসএফের হাতে আটক হওয়া এই বিপুল পরিমাণ দাবিহীন গরু রাজ্য পুলিশের খাতায় হঠাৎ করেই কী ভাবে ‘মৃত’ হয়ে গেল, তা নিয়ে সন্দেহ বাড়ে গোয়েন্দাদের। শুরু হয় তদন্ত। রাজ্য গোয়েন্দাদের দাবি, বিএসএফের হাতে আটক দাবিহীন জীবিত গরুগুলোকে মৃত দেখানোর পিছনে বিএসএফ এবং রাজ্য পুলিশের একাংশ রয়েছে। তা ছাড়া স্থানীয় প্রভাবশালী নেতারাও যুক্ত থাকতে পারেন। জেনারুলকে গ্রেফতার করে এই বৃহত্তর ষড়যন্ত্রের শিকড়ে পৌঁছতে চাইছেন তদন্তকারীরা। কারা এই চক্রের সঙ্গে যুক্ত, কোনও সরকারি আধিকারিক এই বেআইনি কারবারে মদত দিতেন কি না, সেই সব তথ্য জানার চেষ্টা করছেন তাঁরা।

এই মামলায় রাজ্য পুলিশের সিআইডি বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে বলে জানা গেছে, এবার জানেরুল শেখকে এদের মুখোমুখি বসিয়ে জেরা করা হলে গরু পাচারের মূল চক্রীদের কাছে পৌঁছানো যাবে বলে সিআইডি মনে করছে। অন্যদিকে সিআইডি র এই মামলায় মূল কাজ হল রাজ্য পুলিশের কোন কোন আধিকারিক গরু পাচারের সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে চিহ্নিত করা। সি আই ডি সেই কাজ কতটা করতে পারবে সেটাই এখন দেখার।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ