দেশ 

দলিত ছাত্রীরা মিড ডে মিল পরিবেশন করায়, খেতে বাঁধা রাধুনীর এর জেরে উত্তেজনা রাজস্থান প্রশাসন গ্রেপ্তার করল রাধুনীকে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : ফের রাজস্থানে অশান্তি। স্কুলের মিড ডে মিল কয়েকজন দলিত ছাত্রী পরিবেশন করেছিলেন তা নিয়ে রাঁধুনীর আপত্তিতে সমস্যা বাঁধে। দলিত ছাত্রীর হাতের খাবার উচ্চবর্ণের ছেলে মেয়েরা খাবেনা বলে ওই রাধুনী আপত্তি করেছিল ।এর পরিপ্রেক্ষিতে অশান্তি দানা বাধে ওই স্কুলে। ঘটনাটি ঘটেছে রাজস্থানের উদয়পুরে।

রাধুনীর এই ভূমিকায় তীব্র সমালোচনা করেছে  স্থানীয় প্রশাসন এবং তাকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

উদয়পুর জেলা প্রশাসন সূত্রের খবর, দলিত ছাত্রী শুক্রবার বারোদি এলাকার একটি সরকারি উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের রাধুঁনি লালারাম গুর্জ্জরের রান্না করা মিড-ডে মিল পরিবেশন করছিলেন। সে সময় লালারাম ওই পড়ুয়াদের মিড-ডে মিল খেতে বারণ করেছিলেন বলে অভিযোগ। লালারামের নির্দেশে পড়ুয়ারা খাবার ফেলে দেয়।

এর পর ওই দলিত ছাত্রীরা তাঁদের পরিবারের সদস্যদের ঘটনার কথা জানালে উত্তেজনা তৈরি হয় এলাকায়। রাঁধুনির বিরুদ্ধে স্থানীয় গোগুন্ডা থানায় তফসিলি (এসসি-এসটি) নির্যাতন প্রতিরোধ আইনে অভিযোগ দায়ের করা হয়। এর পরেই পুলিশ গ্রেফতার করে অভিযুক্তকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এর আগে ‘উচ্চবর্ণের’ কয়েক জন পড়ুয়াকে খাদ্য পরিবেশনের দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু তারা ঠিক ভাবে দায়িত্ব পালন না করায় স্কুলের এক শিক্ষক দলিত পড়ুয়াদের খাবার পরিবেশনের দায়িত্ব দিয়েছিলেন।

ছবি। ইন্টারনেট থেকে সংগৃহীত।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ