কলকাতা 

হাইকোর্টের নির্দেশ মেনে পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিল নির্বাচনের জন্য প্রকাশিত হল প্রার্থিতালিকা, বাদ নির্মল মাজি, নতুন তৃণমূল গড়ার কাজ শুরু হলো কী!

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : এ যেন এক যুগের সমাপতন। একদা রাজ্যের চিকিৎসক মহলে অবিসংবাদী নেতা হিসাবে আত্মপ্রকাশ করা বিধায়ক নির্মল মাজিকে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের নির্বাচনের প্রার্থী তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মা সারদা বলে অভিহিত করার পরেও মেডিকেল কাউন্সিলের নির্বাচনের প্রার্থী তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে।  শুনলে খানিকটা অবাকই হতে হয়। কিন্তু এটাই বাস্তব কলকাতা হাইকোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল নির্বাচনের জন্য যে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে তাতে নাম নেই মেডিকেল কাউন্সিলের প্রাক্তন সভাপতি ও তৃণমূল বিধায়ক নির্মল মাজির , নাম নেই অল ইন্ডিয়া মেডিকেল কাউন্সিলের একদা দাপুটের সভাপতি এবং রাজ্যসভার সাংসদ শান্তনু সেনের।

তবে নাম আছে শ্রীরামপুরের বর্তমান বিধায়ক বিশিষ্ট চিকিৎসক সুদীপ্ত রায়ের তিনি আবার হেলথ রিক্রুটমেন্ট বোর্ড এর চেয়ারম্যান একই সঙ্গে আরজিকর মেডিকেল কলেজ ও ন্যাশনাল মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানও বটে। কেন নাম নেই তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে তবে বাংলার জনরবের মনে হয়েছে নতুন তৃণমূল গড়ার যে শপথ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়েছেন এখান থেকেই তার সূত্রপাত শুরু হলো বলে মনে হচ্ছে।

Advertisement

তবে এই প্রসঙ্গে বিশিষ্ট চিকিৎসক ও সাংসদ শান্তনু সেন বলেছেন সংবাদ মাধ্যমকে,‘‘সুদীপ্ত রায় আমাদের দলের বিধায়ক। তিনি বর্ষীয়ান মানুষ। আমি তাঁকে সম্মান করি। শেষ নির্বাচনে আমি সর্বোচ্চ ভোটে বিজয়ী হয়েছিলাম। আজ (বৃহস্পতিবার) যে তালিকা প্রকাশিত হয়েছে, সে সম্পর্কে আমি অবগত নই। ওই তালিকায় আলোচিতও নই। সরকারি ভাবে আমি কিছু জানি না।’’

এদিকে এই তালিকা প্রকাশিত হওয়ার পরেই বিভিন্ন  চিকিৎসক সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে অবিলম্বে স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল গঠন করা হোক।

বৃহস্পতিবার মেডিক্যাল কাউন্সিলের নির্বাচনের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তাতে বলা হয়েছে, আগামী ২ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ১৯ সেপ্টেম্বর থেকে ভোটারদের ‘ভোটিং পেপার’ পাঠানো হবে। ১৮ অক্টোবরের মধ্যে সেই ‘ভোটিং পেপার’ কাউন্সিলের দফতরে ফেরত পাঠাতে হবে। ১৯ অক্টোবর হবে ভোটগণনা। বৃহস্পতিবার ১৪ জনের প্রার্থিতালিকা ঘোষণা করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৯ জুন কলকাতা হাই কোর্ট জানিয়েছিল, তৎকালীন পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিল ‘অবৈধ’। ওই সংগঠনের কাজকর্ম ‘বেআইনি ভাবে’ চলছে। কাউন্সিলের শীর্ষে তখন ছিলেন তৃণমূল বিধায়ক এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী নির্মল। চলতি বছরের ৩১ জুলাইয়ের মধ্যে সেই কাউন্সিল ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। অক্টোবরের মধ্যে নির্বাচন করার নির্দেশ দিয়েছিলেন তিনি। সেই নির্বাচনের প্রার্থিতালিকাই প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ