কলকাতা 

মনু মেমোরিয়াল ইনস্টিটিউশনে CWSN ছাত্র ছাত্রীদেরকে নিয়ে সাড়ম্বরে অঙ্কন প্রতিযোগিতা ও শিক্ষামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হলো 

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি: সমগ্র শিক্ষা মিশনের পরিচালনায় circle-ix এর বিশেষ শিক্ষা বন্ধু শ্রীমতি শম্পা সেন এর নেতৃত্বে মনু মেমোরিয়াল ইনস্টিটিউশনে cwsn ছাত্র ছাত্রীদেরকে নিয়ে অঙ্কন প্রতিযোগিতা সেই সাথে নানান ধরনের শিক্ষামূলক প্রশিক্ষণ দেওয়া হয় ।

এই অনুষ্ঠানে সার্কেল নাইন এর এস আই ম্যাম শ্রীমতি অন্তরা ঘোষ বিশ্বাস পুরো অনুষ্ঠানটি দেখে আপ্লুত হন এবং তিনি ছাত্র ছাত্রী ও অভিভাবক অভিভাবিকাদের অনেক উপদেশ মূলক কথা বলে উৎসাহিত করেন এবং সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন ।

Advertisement

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনু মেমোরিয়াল ইনস্টিটিউশনের চার বিভাগের (উর্দু ও বাংলা )প্রধান ও সহ শিক্ষক ও শিক্ষিকারা ।অনুষ্ঠানে বক্তব্য রাখেন শম্পা দি ,সালাউদ্দিন সাহেব ,জনাব খালেদ হোসেন , মাননীয়া নিদা আফরিন ,জনাব আরাফাত আলি মিদদে, প্রাক্তন  ইনচার্জ মাওলানা মঃ আব্দুল ওহাব বক্তব্য রাখতে গিয়ে বলেন যে ‘ আজ যাদেরকে প্রতিবন্ধী বলে মনে করা হয় প্রকৃতপক্ষে তারা কিন্তু প্রতিবন্ধী নয় কারণ দৃষ্টান্ত স্বরূপ প্রতিবন্ধী মাসুদুর রহমান ইংলিশ চ্যানেল পার হয়ে বিশ্বরেকর্ড করেছিলেন তাঁর দুটো পা না থাকা সত্ত্বেও সুতরাং আল্লাহ তায়ালা কিছু না কিছু ক্ষমতা সকলের মধ্যে দিয়ে থাকেন ,চেষ্টার কোনো বিকল্প নেই।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ