দেশ 

কংগ্রেস সভাপতি পদে অশোক গেহলট !

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক: কয়েক দশক পর আবার কংগ্রেস সভাপতি পদে বসতে চলেছেন গান্ধী পরিবারের বাইরের কোনো ব্যক্তি। জানা গেছে, এই পদে বসতে চলেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট (Ashok Gehlot) । সূত্রের খবর, খোদ কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী (Sonia Gandhi) গেহলটকে দলের দায়িত্ব নিতে অনুরোধ করেছেন।

দলের জাতীয় সভাপতি আর হতে চান না রাহুল গান্ধী (Rahul Gandhi)। তিনি আগেই জানিয়েছিলেন। শারীরিক অসুস্থতার কারণে অন্তর্বর্তীকালীন সভাপতির দায়িত্ব ছাড়তে চাইছেন সোনিয়াও। এই অবস্থায় গেহলটেই মনস্থির করতে চাইছে দল। মঙ্গলবার গেহলট-সোনিয়া বৈঠকের পরে এই ধারণা জোরদার হয়েছে। সূত্রের খবর, বৈঠকে অশোক গেহলটকে দলের সভাপতির দায়িত্ব গ্রহণ করতে বলেছেন দলনেত্রী। বর্ষীয়ান নেতাকে তিনি অনুরোধ করছেন, চিকিৎসার কারণে তাঁর বিদেশ যাওয়ার আগেই যেন দলের দায়িত্ব নেন গেহলট।

Advertisement

২১ সেপ্টেম্বরের মধ্যেই কংগ্রেসের নতুন সভাপতি নির্বাচন করার কথা রয়েছে। যদিও সভাপতি নির্বাচন নিয়ে টালাবাহানা চলছে বেশ কিছুদিন ধরে। প্রশ্ন দু’টি। ফের কোনও গান্ধীর হাতেই থাকবে দলের লাগাম, নাকি ইউপিএ সরকারের মতো অন্য কাউকে সভাপতির পদে বসিয়ে পর্দার আড়ালে থেকে দল চালাবেন তাঁরা? এর আগে খবর ছিল যে রাহুল গান্ধীকেই সভাপতি পদে দেখতে চাইছেন বেশিরভাগ কংগ্রেসী। যদিও পরিবারতন্ত্রের পালে নতুন করে হাওয়া লাগাতে চাইছেন না সোনিয়া বা রাহুল, এই ফিসফাস প্রবল ছিল। একটি অংশের বক্তব্য, অ-গান্ধী কাউকে সভাপতি করিয়ে এক ঢিলে অনেকগুলি পাখি মারা হোক।

এতে বিজেপির পরিবারতন্ত্র অস্ত্রকে ভোঁতা করা যাবে। জল ঢালা না গেলেও অন্তত ছাই চাপা দেওয়া যেতে পারে বিদ্রোহীদের মনে জ্বলতে থাকা আগুনে। এবং কোনওভাবে যদি ২০২৪-এ ক্ষমতায় আসতে পারে কংগ্রেস, তাহলে রাহুলকে প্রধানমন্ত্রী করার পথও প্রশস্ত করা যাবে এই বলে যে, সংগঠন ও প্রশাসনের শীর্ষে বসবেন আলাদা দুই ব্যক্তি। কিন্তু মূল প্রশ্ন, তাহলে কে হচ্ছেন কংগ্রেস সভাপতি? মঙ্গলবারের সোনিয়া-গেহলট বৈঠকের পর সেই উত্তর মিলেছে বলেই মনে করা হচ্ছে। যদিও গতকাল সোনিয়ার সঙ্গে বৈঠক শেষে দিল্লি ছাড়ার পথে গেহলট দাবি করেন, কংগ্রেস পুনরুজ্জীবিত হবে যদি রাহুল গান্ধী দলের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। কংগ্রেস নেতা বলেন, “উনি না থাকলে সাধারণ মানুষ আশাহত হবে। ফলে রাহুল গান্ধীজীই কংগ্রেস সভাপতি হিসেবে আমাদের প্রথম পছন্দ।”


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ