জেলা 

অনুব্রত মণ্ডলকে জামিন না দিলে খোদ বিচারককেই সপরিবারে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে বলে হুমকি চিঠি আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারককে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

অনুব্রত মণ্ডলকে জামিন না দিলে খোদ বিচারককেই মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে এমনই হুমকি দিয়ে চিঠি এসেছে আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারকের কাছে।

গরুপাচার-কাণ্ডে অনুব্রতের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া যথাবিধি চলছে। সিবিআই হেফাজতে থাকা কেষ্টর জামিনের অনুরোধও হয়তো শীঘ্রই জমা পড়বে আদালতে। তবে তার আগেই অনুব্রতের জামিন চেয়ে আরও একটি আবেদন এসে পৌঁছেছে সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারকের কাছে। সিবিআই সূত্রের দাবি, একটি চিঠি দিয়ে বলা হয়েছে, ‘গরু পাচার মামলা অনুব্রত মণ্ডলকে জামিন দিন, নয়তো সপরিবার মাদক মামলায় ফাঁসানো হবে।’

Advertisement

আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারপতি রাজেশ চক্রবর্তী গত ২০ অগস্ট এই হুমকি চিঠি পেয়েছেন বলে অভিযোগ করেছেন। চিঠিটির প্রেরক হিসেবে লেখা আছে বাপ্পা চট্টোপাধ্যায়ের নাম। চিঠি পাওয়ার কথা সোমবারই জেলা জজকে জানিয়েছিলেন সিবিআই বিচারক। পরে কলকাতা হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেলকেও এ ব্যাপারে অবহিত করেছেন তিনি।

বিচারক চক্রবর্তী চিঠি দিয়ে জানিয়েছেন, ওই হুমকি চিঠিতে তাঁকে এবং তাঁর পরিবারকে ‘এনডিপিএস কেস’ অর্থাৎ মাদক মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয়েছে। তিনি লিখেছেন, ‘কিছুটা আশঙ্কার সঙ্গে জানাচ্ছি, জনৈক বাপ্পা চ্যাটার্জি নামে এক ব্যক্তি এই আদালতের অফিসার ইন চার্জকে চিঠি দিয়ে হুমকি দিয়েছেন। তাঁর দাবি অনুব্রত মণ্ডলকে জামিন না দেওয়া হলে আমার পরিবারকে মাদক মামলায় ফাঁসানো হবে।’


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ