জেলা 

ঘুর্নিঝড় টর্নেডোর দাপটে ক্ষতিগ্রস্ত এলাকায় সরকারি প্রতিনিধি দল

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিবেদন, সন্দেশখালি : রাজ্যের আয়লা বিধ্বস্ত এলাকা সুন্দরবন অঞ্চলের উপর দিয়ে গত কয়েকদিন আগে বয়ে যাওয়া ঘুর্নিঝড় টর্নেডোর দাপটে সন্দেশখালি,হিঙ্গলগঞ্জ সহ উপকুলবর্তী বেশ কিছু এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি লক্ষ্য করা যায়। সবমিলিয়ে প্রায় আড়াইশো বাড়ি ক্ষতিগ্রস্ত যার মধ্যে প্রায় পঞ্চাশ টি বাড়ি সম্পুর্ণ নষ্ট এবং অবশিষ্ট বাড়িগুলো করুন অবস্থা। জেলা প্রশাসনের পক্ষ থেকে রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের গোচরে বিষয়টি আনার সঙ্গে সঙ্গে তিনি নির্দেশ দেন এলাকা পরিদর্শনে যাবে প্রতিনিধি দল। সেই মতোই মঙ্গলবার উক্ত এলাকা পরিদর্শনে যান রাজ্য সরকারের মন্ত্রী শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক, জেলাশাসক শ্রী শরদ কুমার দ্বিবেদী,এসডিও বসিরহাট মৌসম, জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ, বিধায়ক সুকুমার মাহাতো,বিডিও সুপ্রতিম আচার্য্য, স্থানীয় পঞ্চায়েত প্রধান শেখ সাজাহান,সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা।

প্রতিনিধি দলের অন্যতম সদস্য রাজ্যের মন্ত্রী শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো বিধ্বস্ত এলাকা পরিদর্শনে এসে উপভোক্তাদের সঙ্গে কথা বলে দ্রুত খাদ্য সামগ্রী বিতরণ ও গৃহহীনদের ঘর তৈরীর ব্যবস্থা করবে রাজ্য সরকার বলে জানান তিনি। তিনি বলেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে রাজ্য সরকার তৎপর,তাই গুজবে কান না দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি তিনি বলেন স্থানীয় জনপ্রতিনিধিরা যেভাবে মানুষের জন্য কাজ করে যাচ্ছে তা অত্যন্ত প্রশংসনীয়। জেলাশাসক শ্রী শরদ কুমার দ্বিবেদী জানায় জেলা প্রশাসনের পক্ষ থেকে এসডিও,বিডিও সর্বদা মানুষের পাশে থেকে কাজ করে চলেছে।ত্রিপল, খাদ্য সামগ্রী বিতরণ করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরি করে দ্রুত সাহায্যের আশ্বাস দেন। জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ বলেন, বাংলার জনদরদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় মানুষের পাশে থেকেই সাহায্যে করে চলেছেন।

Advertisement

ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষে সবিতা মন্ডল জানায় এলাকার জনপ্রতিনিধিরা নিয়মিত খোঁজখবর রেখে খাদ্য সামগ্রী বাড়িতে পৌঁছে দিলেও দ্রুত ঘরের ব্যবস্থা করলে খুব ভালো হয়।। নিরঞ্জন সরদার জানায় ঝড় জলে তার ঘরে চাল সম্পূর্ণ উড়ে যায় সরকারি ত্রিপল পেলেও পাকা বাড়ির আশায় প্রহার গুনছে। অন্যজন রহমান মোল্লা রাজ্য সরকারের কর্মকাণ্ডে খুশি বলে জানায়। পাশাপাশি তিনি অনুরোধ করেন যত দ্রুত সম্ভব আগের অবস্থায় তাদের ফিরিয়ে আনা।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ