জেলা 

বাসন্তীতে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : বাজার গিয়ে বাসন্তীতে গুলিবিদ্ধ হলেন স্থানীয় এক তৃণমূল কর্মীকে। শনিবার সকালে এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

শনিবার সকালে বাসন্তীর ভরতগড় বাজার থেকে বাড়ি ফিরছিলেন আমেদাবাদের বাসিন্দা জানে আলম গাজি (৩২)। সেই সময় কয়েক জন দুষ্কৃতী তাঁর পথ আটকান। এর পর জানে আলমকে লক্ষ্য করে চার-পাঁচ রাউন্ড গুলি ছোড়া হয় বলে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ। একটি গুলি তাঁর বুকে লাগে। তার জেরে গুরুতর জখম হন জানে আলম। তাঁকে প্রথমে বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় ক্যানিং হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় জানে আলমের। জানে আলম স্থানীয় তৃণমূল কর্মী হিসাবেই পরিচিত।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ঘটনাস্থল থেকে কয়েকটি গুলির খোল উদ্ধার করেছে তারা। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ