জেলা 

দেগঙ্গা পঞ্চায়েত সমিতির উদ্যোগে প্লাস্টিক বর্জন কর্মসূচি ও সাফায় অভিযান

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি, দেগঙ্গা : পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে রাজ্য জুড়ে প্লাস্টিক বর্জন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী রাজ্যে প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই কর্মসূচিকে বাস্তবায়ন করার লক্ষ্যে দেগঙ্গা পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসনের উদ্যোগে জন্মাষ্টমীর প্রাক্কালে চাকলা ধামের অদূরে বেড়াচাপা বাজারে সাফাই অভিযান করা হয়। মূলত লোকনাথ ব্রহ্মচারী বাবার জন্মস্থান চাকলা ধামে সারা দেশ থেকে অসংখ্য তীর্থযাত্রী এই রাস্তা দিয়েই যাতায়াত করেন। চাকলা ও কচুয়ার অদূরে বেড়াচাপা বাজারে বিভিন্ন ব্যবসায়ীদের কে সতর্ক করা এবং রাস্তাঘাট পরিষ্কার করার কাজে হাত লাগান বিভিন্ন জনপ্রতিনিধিরা।

এদিনের এই সাফাই অভিযানে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের বনভূমির কর্মাধ্যক্ষ বিশিষ্ট সমাজকর্মী একেএম ফারহাদ, দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজি, জেলা পরিষদ সদস্য উষা দাস, বেড়াচাঁপা এক পঞ্চায়েতের প্রধান নওসাদুজ্জামান, বেড়াচাঁপা দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান শম্পা কাহার সহ বেড়াচাপা ব্যবসায়ী সমিতির কর্মকর্তা বৃন্দ। এদিন মূলত বেড়াচাঁপা পঞ্চায়েত সমিতির ব্লক প্রশাসনের উদ্যোগে বেড়াচাঁপা-১ ও ২ গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় এই কর্মসূচি পালন করা হয়।

Advertisement

এ বিষয়ে বিশিষ্ট শিক্ষক নেতা তথা স্থানীয় জেলা পরিষদ সদস্য এ কে এম ফারহাদ বলেন, মুখ্যমন্ত্রীর ঘোষিত কর্মসূচিকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা কাজ করে চলেছি। প্লাস্টিক পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকারক একটি পদার্থ। প্লাস্টিক মুক্ত বাংলা করার লক্ষ্যে মুখ্যমন্ত্রীর এই প্রচেষ্টাকে সার্থক রূপ দেওয়ার জন্য সকলকে এগিয়ে আসা উচিত বলে মনে করেন তিনি।

ফারহাদ আরও বলেন সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড মডেলের অনুরুপে বাংলাকে গড়ে তোলার জন্য বার্তা দেন। এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজী বলেন চাকলা ধাম থেকে একে একে বাড়ির দিকে ফিরছেন তীর্থযাত্রীরা। আমরা আজ থেকেই সমগ্র দেগঙ্গা ব্লক প্লাস্টিক মুক্ত ও পরিষ্কার পরিচ্ছন্নতা করার লক্ষ্যে কাজ শুরু করেছি।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ