কলকাতা 

মন্ত্রীদের পাইলট কার ব্যবহার করা নিষিদ্ধ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেপথ্যে রহস্য কী? জানতে হলে ক্লিক করুন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : মন্ত্রীদের করা দাওয়াই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সমস্ত মন্ত্রীদের পাইলট কার ব্যবহার নিষিদ্ধ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বৃহস্পতিবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে তিনি এই নির্দেশ দেন।

পার্থ চট্টোপাধ্যায়কে রাজ্য মন্ত্রিসভা থেকে বাদ দেওয়ার পর বৃহস্পতিবারই ছিল প্রথম বৈঠক। এদিন মন্ত্রিসভার এক সদস্য জানিয়েছেন, বৈঠকে মমতা বলেন, এখন থেকে রাজ্যের কোনও মন্ত্রী পাইলট কার ব্যবহার করতে পারবেন না। যদিও কেন এই নির্দেশ তিনি দিয়েছেন, তা বলেননি। মনে করা হচ্ছে, রাজ্য সরকারের ভাবমূর্তি স্বচ্ছ রাখতেই এই পদক্ষেপ।

Advertisement

প্রসঙ্গত উল্লেখ্য মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন সময় থেকে আজ রাজ্যের মুখ্যমন্ত্রী থাকাকালীন সময় পর্যন্ত তিনি পাইলট কার ব্যবহার করেন না। এমনকি তাঁর গাড়িতে লালবাতিও ব্যবহার করা হয় না। অত্যন্ত সাধারণ মানুষের মতো তিনি যাতায়াত করেন কিন্তু তার মন্ত্রিসভার সদস্যরা তো বটেই এমনকি বিধায়ক ও সাংসদরাও অনেকেই লাল বাতি গাড়ি ব্যবহার করেন এবং পাইলট কারও ব্যবহার করেন।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, মন্ত্রীদের আরও কিছু বিষয়ে সতর্ক করেছেন মমতা। তিনি বলেছেন, প্রতিটি ফাইলে সই করার আগে তা ভাল করে দেখে নিতে হবে। শুধু তাই নয় স্বাক্ষর করার আগে দেখে নিতে হবে সেখানে যেন অতিরিক্ত জায়গা ফাঁকা না থাকে। রাজ্যে প্রতিমন্ত্রীদের হাতে বিশেষ কাজ থাকে না বলে বিভিন্ন সময়ে অভিযোগ ওঠে। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এ নিয়ে নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছেন মমতা।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ