দেশ 

“পরিবারতন্ত্রের রাজনীতি ও দুর্নীতির বিরুদ্ধে লড়তে হবে, ভাই-ভাতিজাতন্ত্রে দেশের মঙ্গল হয় না” : নরেন্দ্র মোদী

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক: ৭৬ তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে ভাষণ দিতে গিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুর্নীতি এবং পরিবার তন্ত্রের বিরুদ্ধে সরব হলেন। তিনি এদিন বলেন,”ভাই-ভাতিজাতন্ত্রে দেশের মঙ্গল হয় না।”

আজ সোমবার সকাল ৭টা ৩৩ মিনিটে লালকেল্লায় ভাষণ শুরু করেন প্রধানমন্ত্রী। ভাষণের শেষলগ্নে পরিবারতন্ত্র, স্বজনপোষণ এবং দুর্নীতি নিয়ে কড়া বার্তা দিলেন তিনি। প্রধানমন্ত্রীর সাফ বার্তা, “বর্তমানে দেশ দু’টি বড় চ্যালেঞ্জের সম্মুখীন। এক, পরিবারতন্ত্র। দুই, দুর্নীতি। এই দুইয়ের বিরুদ্ধেই সচেতনতা বাড়াতে হবে। দেশের প্রতিষ্ঠানগুলিকে স্বজনপোষণ এবং দুর্নীতি মুক্ত করতে হবে।”

Advertisement

বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠানের মঞ্চ থেকে মোদিকে পরিবারতান্ত্রিক রাজনীতির বিরুদ্ধে সরব হতে শোনা গিয়েছে। এবার স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকেও একই ইস্যুতে সরব হলেন তিনি। তবে এদিন প্রধানমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন,শুধুমাত্র রাজনীতি নয়। দেশের বিভিন্ন ক্ষেত্রে স্বজনপোষণ, পরিবারতন্ত্র রয়েছে। এবার সেই জাল থেকে বেরিয়ে আসা প্রয়োজন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী। যোগ্যতার ভিত্তিতেই অগ্রগতির পক্ষে সওয়াল করেছেন তিনি।

দুর্নীতির প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “অনেকে দুর্নীতিতে যুক্ত থাকায় জেলে রয়েছে। তাও তাদের আলোচনা চলছে। দুর্নীতিগ্রস্তদের প্রতি কড়া মনোভাব দেখাতে হবে। দেশের টাকা লুঠ করে লুকিয়ে রাখা হচ্ছে। তাই দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে হবে।” স্বাধীনতা দিবসের দিন প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি, “প্রভাবশালীরাও বাঁচতে পারবেন না। যারা ব্যাংকের সম্পত্তি নিয়ে পালিয়েছিল তারা জেলে। যারা লুট করেছে তাদের সমস্ত সম্পদ ফেরাতে হবে।”

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ