কলকাতা 

বিকিনি কাণ্ডে অধ্যাপিকার বরখাস্তের প্রতিবাদে এবার আন্দোলনের পথে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : ঐতিহ্যবাহী সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় ছাত্র আন্দোলন দানা বাঁধতে চলেছে। ইতিহাসের বিচারে সেন্ট জেভিয়ার্স কলেজ স্থাপিত হওয়ার পর ১৬২ বছরের এই প্রথম ছাত্র আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। যদিও সেন্ট জেভিয়ার্স কলেজ এবং বিশ্ববিদ্যালয় তফাৎ রয়েছে তবুও বলা যেতে পারে একই ম্যানেজমেন্টের আওতায় কলেজ এবং বিশ্ববিদ্যালয় পরিচালিত হচ্ছে। সুতরাং সে দিক থেকে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনের তাৎপর্য রয়েছে। তবে কেন এই ছাত্র আন্দোলন?

জানা গেছে বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপিকা বিকিনি পড়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছিলেন। অবশ্য অধ্যাপিকার ঘনিষ্ঠ মহল থেকে বলা হচ্ছে ওই পোস্ট যখন দেয়া হয়েছিল তখন তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকাহ হিসাবে যোগ দেননি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ওই ছবিটি থেকে গিয়েছিল পরবর্তীকালে এক ছাত্রের অভিভাবক বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে এই অজুহাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই অধ্যাপিকা কে চাকরি থেকে বরখাস্ত করে। চাকরি থেকে বরখাস্ত করেই ক্ষান্ত হয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এরপর বিশ্ববিদ্যালয়ের সুনাম নষ্ট করার দায়ে ৯৯ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে চিঠি পাঠায় ওই অধ্যাপিকা কে।

Advertisement

তারপরেই ঘটনাটি জনসম্মুখে চলে আসে। প্রাক্তন ওই অধ্যাপিকা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। কিন্তু এই ঘটনার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হওয়ার পরেই রাজ্যজুড়ে তার প্রভাব পড়তে থাকে। ইতিমধ্যে ১৩ হাজার মানুষদের স্বাক্ষরিত এক আবেদন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে দেওয়া হয়েছে সেখানে দাবী করা হয়েছে বিকিনি পড়ার অভিযোগে অধ্যাপিকা কে বরখাস্ত করার জন্য অবিলম্বে ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার।

এরপরে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের গর্জে উঠেছে নাগরিক সমাজ। এই ঘটনার রেস কাটতে না কাটতেই গতকাল থেকেই সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের সামনে ছাত্র এবং প্রাক্তন ছাত্ররা বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে। শান্তিপূর্ণ এই বিক্ষোভ কর্মসূচি চললেও আগামী দিনে যে তীব্র আন্দোলনের গতি পেতে পারে তা নিয়ে কোন সন্দেহ নেই। তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনো কোন পর্যন্ত কোন প্রতিক্রিয়া দেন নি।

সাঁতারের পোশাক পরার জন্য অধ্যাপিকাকে বহিষ্কারের সিদ্ধান্তের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ে আন্দোলনে নামল একদল পড়ুয়া। বিশ্ববিদ্যালয় চত্বরে পোস্টার পড়ল ‘জেভিয়ার্স (St. Xaviers University) কর্তৃপক্ষের পিতৃতান্ত্রিক সিদ্ধান্তের বিরুদ্ধে গর্জে উঠুন।’ সূত্রের খবর, আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের কলা এবং সমাজ বিজ্ঞানের ছাত্রছাত্রীরা ছাড়াও অংশ নিয়েছেন প্রাক্তনীরা। তাঁরা জানান, কোনও স্লোগান নয়, নীরব আন্দোলনের মাধ্যমেই কর্তৃপক্ষকে জানাতে চান, যা হয়েছে ভুল হয়েছে।

সেন্ট জেভিয়ার্সের অধ্যাপিকাকে বরখাস্ত করার প্রতিবাদে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ ‘টেক দ্যাট জেভিয়ার্স’ বেশ জনপ্রিয় হয়েছে। সেলিব্রিটি থেকে শুরু করে আমজনতা, সুইম স্যুট পরে ছবি দিচ্ছেন অনেকেই। সঙ্গে জেভিয়ার্স কর্তৃপক্ষকে কটাক্ষ করে হ্যাশট্যাগ দিচ্ছেন তাঁরা।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ