অন্যান্য 

মুর্শিদাবাদ জেলা ভাগের সিদ্ধান্ত স্বাগত, নতুন নামকরণ জেলাবাসী মানবে না : স্বপন কুমার বিশ্বাস

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রীসভার সভা করার পর ঘোষণা করেছেন জনগণের কাজের এবং প্রশাসনিক সুবিধার জন্য রাজ্যে নতুন সাতটি জেলা গঠন করা হবে। এই সাতটি জেলার মধ্যে একটি হল বহরমপুর। অর্থাৎ মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ জেলাকে বিভক্ত করে তিনটি জেলা করছেন। আগেই তিনি জেলাকে দুটি পুলিশ -জেলাতে ভাগ করেছেন। তখন মুর্শিদাবাদ জেলাবাসী মুখ্যমন্ত্রীর এই কাজকে স্বাগত জানিয়েছিলেন। এবং দাবি জানিয়েছিলেন জেলাকে পূর্ণাঙ্গ ভাবে অর্থাৎ প্রশাসনিক ভাবেও ভাগ করতে হবে।

এসডিপিআই মুখ্যমন্ত্রীর এই কাজকে সমর্থন ও সাধুবাদ জানিয়ে তখন থেকেই জোরালো ভাবে দাবি তুলে আসছে জেলাকে প্রশাসনিক ভাবে দু জেলায় ভাগ করতে হবে। তা-ই এসডিপিআই আজকেও মুখ্যমন্ত্রীর জেলা ভাগের পদক্ষেপকে স্বাগত জানাচ্ছে। সাথে সাথেই নতুন জেলার বহরমপুর নামকরণের তীব্র বিরোধিতা করে প্রতিবাদ জানাচ্ছে।

দীর্ঘ দিন ধরেই ফ্যাসিষ্ট শক্তি দাবি করে আসছে বহরমপুর শহরের প্রকৃত নাম ব্রহ্মপুর। বহরমপুর পরিবর্তন করে এই শহরের নামকরণ করতে হবে ব্রহ্মপুর। ফ্যাসিষ্ট শক্তি নিজেদের বিভিন্ন সাইনবোর্ড, প্রচার পত্রে ঠিকানা লেখার সময় বহরমপুরের পরিবর্তে ব্রহ্মপুর লেখে আসছে ।

যখন জেলাকে দুই পুলিশ জেলায় ভাগ করা হয় তখন দুই পুলিশ জেলার নামকরণ করা হয়েছিল উত্তর মুর্শিদাবাদ ও দক্ষিণ মুর্শিদাবাদ। তখনই ফ্যাসিষ্ট শক্তি দাবি তুলেছিল দুই জেলার নামকরণ করা হোক বহরমপুর জেলা এবং জঙ্গীপুর জেলা। তখন থেকেই এসডিপিআই জেলাবাসীর আশা আকাঙ্ক্ষার প্রতি মর্যাদা ও সম্মান দেখিয়ে জোরালো ভাবে দাবি করে আসছে মুর্শিদাবাদ জেলাকে প্রশাসনিক ভাবে দু ভাগে ভাগ করতে হবে এবং নামকরণ করতে হবে উত্তর মুর্শিদাবাদ ও দক্ষিণ মুর্শিদাবাদ।

মুর্শিদাবাদ নামটির সাথে উপমহাদেশের দীর্ঘ ইতিহাস ঐতিহ্য অবিচ্ছেদ্য ভাবে জড়িত। এমনকি বিশ্ব ইতিহাসেও মুর্শিদাবাদের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। আমরা মনে করি মুর্শিদাবাদ নাম মুছে ফেলার মধ্যে দিয়ে আমাদের দীর্ঘদিনের ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে এবং জেলাবাসীর আশা আকাঙ্ক্ষার প্রতি বিশ্বাসঘাতকতা করা হচ্ছে। জেলাবাসী এ অন্যায় সিদ্ধান্ত মেনে নেবেন না।

আমরা মনে করি রাজ্য সরকার বহরমপুর জেলা নামকরণ করে ফ্যাসিষ্ট শক্তির ষড়যন্ত্রের শিকার হচ্ছেন। আরএসএস পরিচালিত বিজেপি সরকার গোটা দেশে বিভিন্ন জায়গার নাম পরিবর্তন করে ইতিহাসকে গেরুয়াকরণের যে অভিযান চালাচ্ছে তারই অংশ হিসাবে পরিগণিত হবে এই বহরমপুর নামকরণ।

এসডিপিআই রাজ্য সরকারের কাছে জোরালো দাবি জানাচ্ছে নতুন জেলার নামকরণ বহরমপুর না করে দক্ষিণ মুর্শিদাবাদ জেলা করতে হবে।

লেখক স্বপন কুমার বিশ্বাস, সহ সভাপতি, এসডিপিআই

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ